top of page

প্রবাদপ্রতিম চিকিৎসক।। রফিক সুলাইমান


আজ থেকে ৬০-৭০ বছর আগে স্বাস্থ্য বিষয়ক দুটো গ্রন্থ লিখেছিলেন তিনি। বইদুটো পাঠ্য হয়েছিলো প্রাথমিক এবং মাধ্যমিকে। সার্জন হিসেবে তিনি ছিলেন প্রবাদপ্রতিম। শহীদ বরকতের ডেথ সার্টিফিকেট তিনিই লিখেছিলেন।


এই মহান চিকিৎসকের নাম ডাঃ নওয়াব আলী আহমেদ। শংকরে আহমেদ মেডিক্যাল সেন্টার তাঁর স্মৃতি বহন করে চলেছে আজো।


জীবদ্দশায় তিনি ছিলেন কিংবদন্তি। সেই সময়ের বিখ্যাত চিকিৎসক এম আর খান, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, মালেকা খাতুন, নাজমুন্নাহার প্রমুখ তাঁকে অনেক সম্মান করতেন। কিন্তু আজকের প্রজন্ম তাঁকে ভুলতে বসেছে।


১৯৫৪-১৯৫৭ - এই তিন বছর তিনি রেডিও পাকিস্তানের বাংলা সার্ভিসে 'আপনার ডাক্তার' নামে জনপ্রিয় একটি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান করেছিলেন। বাংলাদেশের কোন চিকিৎসকের এটিই প্রথম মিডিয়া এপিয়ারেন্স।


এই মহান চিকিৎসককে গভীর শ্রদ্ধায় স্মরণ করি।

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page