ফেরার গান।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Aug 30, 2022
- 1 min read

আমি তো ফিরে যাব চলে যাব আমার বাড়িতে ও ভাই! এই দুনিয়ার রঙ্গ আমায় হইবে ছাড়িতে। নিজের বাড়ি আঁধার রেখে সাজাই পরের বাড়ি আমার হই না মনে ক্ষণকালে যাব তাহা ছাড়ি আমি কেমন করে পড়ে আছি ভবের বাড়িতে!! আমি এই দুনিয়ার মোহমায়ায় জড়ায়েছি কায়া একদিন তো আসবে রে ডাক, ছাড়তে হবে মায়া চিরবিদায় লইব আমি, যাব আখিরাতের পথে।।
[ঢাকা, ৩০ আগস্ট ২০২২]
コメント