ফজর।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Jan 21, 2022
- 1 min read
ফজর যে লোক করল কাজা ভাঙল না যার ঘুম কিসের তাহার ধর্ম আবার কিসের তাহার কৌম! আঁধারভেদী আলোর রেখা সুবেহ সাদেক যখন পুব আকাশে ফুটে ওঠে ঘুমায় কে আর তখন! তবুও যারা ঘুমিয়ে থাকে তখন তাদের তরে মধুর আজান ভেসে আসে মধুর মধুর সুরে। ভালো যদি চাও তুমি ভাই ইহ পরকালে পড়বে ফজর নিয়মিত উঠবে সকলে। ঢাকা, ২১ জানুয়ারি ২০২২
Comments