বিদ্যানিকেতন হাই স্কুলে শরৎ উৎসব ও নজরুল ভাবনা
- মো জেহাদ উদ্দিন
- Oct 17, 2021
- 2 min read
মোঃ জেহাদ উদ্দিন

বিদ্যানিকেতন হাই স্কুলে শরৎ উৎসবে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে ৩১ আশ্বিন ১৪২৮ নারায়ণগঞ্জ গিয়েছিলাম বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা জনাব কাশেম হুমায়ূন এর আমন্ত্রণে। প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মফিজ উদ্দিন আহমেদ। সাথে ছিলেন বিদ্যানিকেতনের ট্রাস্টি জনাব আফরাদুর রহমান বান্টি।

শরৎ নিয়ে দুটি কথা রবীন্দ্রনাথের শরৎ যখন ধানের ক্ষেতে রৌদ্র ছায়ার লুকোচুরি খেলা, সেই সময় নজরুলের শরৎ-- "সবুজ শোভার ঢেউ খেলে যায় নবীন আমন ধানের ক্ষেতে।। হেমন্তের ঐ শিশির-নাওয়া হিমেল হাওয়া সেই নাচনে উঠলো মেতে।। টইটুম্বুর ঝিলের জলে কাঁচা রোদের মানিক ঝলে চন্দ্র ঘুমায় গগন-তলে সাদা মেঘের আঁচল পেতে।। নটকানো রঙ শাড়ি প’রে কে বালিকা ভোর না হতে যায় কুড়াতে শেফালিকা। আনমনা মন উড়ে বেড়ায় অলস প্রজাপতির পাখায় মৌমাছিদের সাথে সে চায় কমল-বনের তীর্থে যেতে।।

শরতের সাথে গভীর নিবিড় আত্মিক সম্পর্ক শিউলি শেফালি এবং শিশিরের। তাই তো জাতীয় কবি লিখেন তাঁর অনবদ্য গান: "শিউলি ফুলের মালা দোলে শারদ-রাতের বুকে ঐ এমন রাতে একলা জাগি সাথে জাগার সাথি কই। বকুল বনে এক্লা পাখি, আকুল হ’ল ডাকি’ ডাকি’, আমার প্রাণ থাকি’ থাকি’ তেমনি কেঁদে ওঠে সই।। কবরীতে করবী ফুল পরিয়া প্রেমের গরবিনী ঘুমায় বঁধু-বাহু পাশে, ঝিমায় দ্বারে নিশীথিনী। ডাকে আমায় দূরের বাঁশি কেমনে আজি ঘরে রই।।" শরৎ নিয়ে সর্বাধিক ২৩ টি গানের স্রষ্টা হলেন কাজী নজরুল ইসলাম।

এখন থেকে ৯৫ বছর আগে। জুলাই ২, ১৯২৬। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ কাশেম সম্পাদিত অভিযান পত্রিকার জন্য কাজী নজরুল ইসলাম লিখে দিলেন তাঁর বিখ্যাত 'অভিযান' কবিতা:
নতুন পথের যাত্রা-পথিক চালাও অভিযান ! উচ্চ কণ্ঠে উচ্চার আজ – “মানুষ মহীয়ান !” চারদিকে আজ ভীরুর মেলা , খেলবি কে আয় নতুন খেলা ? জোয়ার জলে ভাসিয়ে ভেলা বাইবি কি উজান ? পাতাল ফেড়ে চলবি মাতাল স্বর্গে দিবি টান্ ।। সরল সাজের নাইরে সময় বেরিয়ে তোরা আয় , আজ বিপদের পরশ নেব নাঙ্গা আদুল গায় । আসবে রণ-সজ্জা করে , সেই আশায়ই রইলি সবে ! রাত পোহাবে প্রভাত হবে গাইবে পাখি গান । আয় বেরিয়ে, সেই প্রভাতে ধরবি যারা তান ।। আঁধার ঘোরে আত্মঘাতী যাত্র-পথিক সব এ উহারে হানছে আঘাত করছে কলরব ! অভিযানের বীর সেনাদল ! জ্বালাও মশাল , চল্ আগে চল্ । কুচকাওয়াজের বাজাও মাদল , গাও প্রভাতের গান ! ঊষার দ্বারে পৌঁছে গাবি ‘জয় নব উত্থান !’

জনাব কাশেম হুমায়ুন দৈনিক সংবাদ পত্রিকার সম্পাদক, একজন প্রথিতযশা সাংবাদিক। নারায়ণগঞ্জে তিনি ২০০৭ সালে প্রতিষ্ঠা করেছেন বিদ্যানিকেতন হাই স্কুল। অত্যন্ত চমৎকার পরিবেশ এবং অসাধারণ একটি শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যানিকেতনে এসে আমার কেবলি মনে হচ্ছিল ৯৫ বছর আগে এই নারায়ণগঞ্জেরই মোহাম্মদ কাশেম এর কথা। তিনিও পত্রিকার সম্পাদক ছিলেন যার নাম ছিল অভিযান। এই পত্রিকার জন্য লিখিত কাজী নজরুল ইসলামের অভিযান কবিতা দিয়েই আমি বিদ্যানিকেতন হাই স্কুল কে শুভেচ্ছা জানালাম। এর চেয়ে বড় শুভেচ্ছা আর কি হতে পারে!

Comments