বিদায়।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Aug 27, 2022
- 1 min read
কত মানুষ নিল বিদায় আখিরাতের পথে আমিও ভাই যাব চলে উঠব সেই রথে।। পরে এলে পরে যাবে এমন কথা নাই কার সমন যে কখন আসে কারো জানা নাই। শুধু জানি সকল প্রাণীর হবে রে ভাই মরতে।। কত মানুষ নিল বিদায় আখিরাতের পথে.... মরণ সমন মাথার উপর আছে আমার খাড়া কখন যে তার হবে প্রয়োগ যাব আমি মারা একা আমার যেতে হবে কেউ যাবে না সাথে!। কত মানুষ নিল বিদায় আখিরাতের পথে.... [ঢাকা, ২৭ আগস্ট ২০২২, হাঁটার সময়]
Comments