বেদের গান।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Jun 17, 2021
- 1 min read
আমরা বেদে বেদেনী
আমরা সাত ঘাটের জল পাড়ি দিয়ে
ভাসাই আশার তরণী।।

ছবি: নাসিম আহমেদ, নজরুল আবৃত্তি শিল্পী ও আইনজীবী, বাংলাদেশ সুপ্রীমকোর্ট
মোদের আছে নাগ নাগিণী আমরা সাপের ঝাঁপি মাথায় নিয়ে গাই সে সাপের গান ই।। আমরা শিঙ্গা লাগাই সাপের খেলা দেখাই আমরা আনন্দ বিলাই আমরা দিবাশেষে ঘরে ফিরি ঘর যে মোদের তরণী।। আমরা বেদে বেদেনী আমরা সাত ঘাটের জল পাড়ি দিয়ে ভাসাই আশার তরণী।।
Comments