top of page

বিদায় কথাসাহিত্যিক হাসান আজিজুল হক

বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ১৫ নভেম্বর ২০২১ সোমবার রাত ন’টার দিকে রাজশাহীতে তাঁর নিজ বাসভবন ‘বিহাস’-এ ইন্তেকাল করেছেন। ইন্তেকালের সময় তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর ইন্তেকালের খবরে সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। সাহিত্য সাময়িকী বাঙলাকথা পরিবার তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে।

হাসান আজিজুল হক (২ ফেব্রুয়ারি ১৯৩৯ – ১৫ নভেম্বর ২০২১) ছিলেন একজন বাংলাদেশী ঔপন্যাসিক ও ছোট গল্পকার। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান কথাসাহিত্যক হিসেবে পরিগণিত। ষাটের দশকে আবির্ভূত এই কথাসাহিত্যিকের সাহিত্যকর্মে খেটে খাওয়া মানুষের কথকতা প্রধানতম অনুষঙ্গ। রাঢ়বঙ্গ তার অনেক গল্পের পটভূমি। আগুনপাখি (২০০৬) হক রচিত প্রথম উপন্যাস। তিনি ১৯৭০ খ্রিষ্টাব্দে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। বাংলাদেশ সরকার তাকে ১৯৯৯ খ্রিষ্টাব্দে একুশে পদকে ও ২০১৯ খ্রিষ্টাব্দে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

১৯৬০ থেকে ১৯৭৩ পর্যন্ত তিনি রাজশাহী সিটি কলেজ, সিরাজগঞ্জ কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ এবং সরকারি ব্রজলাল কলেজ অধ্যাপনা করেছেন। ১৯৭৩ -এ তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। এ বিশ্ববিদ্যালয়ে ২০০৪ সাল পর্যন্ত একটানা ৩১ বছর অধ্যাপনা করেন। ২০০৯-এ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার পদের জন্য মনোনীত হন এবং দায়িত্ব পালন করেন। ২০১৪ এর আগস্ট এ তিনি বাংলাদেশ প্রগতি লেখক সংঘ এর সভাপতি নির্বাচিত হন। হাসান আজিজুল হকের উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে :

গল্পগ্রন্থ: সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য (১৯৬৪), আত্মজা ও একটি করবী গাছ (১৯৬৭), জীবন ঘষে আগুন (১৯৭৩), নামহীন গোত্রহীন (১৯৭৫), পাতালে হাসপাতালে (১৯৮১), নির্বাচিত গল্প (১৯৮৭), আমরা অপেক্ষা করছি (১৯৮৮), রাঢ়বঙ্গের গল্প (১৯৯১), রোদে যাবো (১৯৯৫), হাসান আজিজুল হকের শ্রেষ্ঠগল্প (১৯৯৫), মা মেয়ের সংসার (১৯৯৭), বিধবাদের কথা ও অন্যান্য গল্প (২০০৭)।

প্রবন্ধ:

১. কথাসাহিত্যের কথকতা ১৯৮১

২. চালচিত্রের খুঁটিনাটি ১৯৮৬

৩. অপ্রকাশের ভার ১৯৮৮

৪. সক্রেটিস ১৯৮৬

৫ অতলের আধি ১৯৯৮

৬. কথা লেখা কথা ২০০৩

৭. লোকযাত্রা আধুনিক সাহিত্য ২০০৫

৮. একাত্তর : করতলে ছিন্নমাথা ২০০৫

৯. ছড়ানো ছিটানো ২০০৮

১০. কে বাঁচে কে বাঁচায় ২০০৯

১১. বাচনিক আত্মজৈবনিক ২০১১

১২. চিন্তন-কণা ২০১৩

১৩. রবীন্দ্রনাথ ও ভাষাভাবনা ২০১৪


উপন্যাস

১. আগুনপাখি ২০০৬

২. সাবিত্রী উপাখ্যান ২০১৩

৩. শামুক ২০১৫

উপন্যাসিকা

বৃত্তায়ন (১৯৯১), শিউলি (২০০৬)

নাটক

চন্দর কোথায় (জর্জ শেহাদের নাটকের ভাষান্তর)

শিশুসাহিত্য

লালঘোড়া আমি (১৯৮৪ সালে প্রকাশিত কিশোর উপন্যাস)

ফুটবল থেকে সাবধান (১৯৯৮ সালে প্রকাশিত শিশুতোষ গল্প)

স্মৃতিকথা/আত্মজীবনীমূলক

ফিরে যাই, ফিরে আসি (১ম অংশ, ২০০৯)

উঁকি দিয়ে দিগন্ত (২য় অংশ, ২০১১)

টান (২০১২)

লন্ডনের ডায়েরি (২০১৩)

এই পুরাতন আখরগুলি (৩য় অংশ, ২০১৪)

সম্পাদিত গ্রন্থ

গোবিন্দচন্দ্র দেব রচনাবলী (তিন খণ্ড, ১৯৭৯)

দুই বাংলার ভালোবাসার গল্প (যৌথ, ১৯৮৯)

একুশে ফেব্রুয়ারি গল্প সংকলন (২০০০)

কুসুমে কুসুমে স্মারকচিহ্ন (অধ্যাপক মফিজউদ্দিন স্মারকগ্রন্থ)

জন্ম যদি তব বঙ্গে (সারোয়ার জাহান স্মারকগ্রন্থ)

বং বাংলা বাংলাদেশ (যৌথ, সনৎকুমার সাহা সম্মাননাগ্রন্থ, ২০১২)

রমেন্দ্রনাথ ঘোষ : দার্শনিক প্রবন্ধাবলি (যৌথ, ২০১৪)

এছাড়া তিনি ‘প্রকৃতি’ নামে একটি সাহিত্য ও সংস্কৃতির ত্রৈমাসিক সাহিত্যপত্রিকা সম্পাদনা করেন। এটির ১ম সংখ্যার প্রকাশকাল ১৯৯২। পত্রিকাটির চারটি সংখ্যা প্রকাশিত হয়েছিল।

রচনাসংগ্রহ

হাসান আজিজুল হকের রচনাসংগ্রহ-১ (২০০১)

হাসান আজিজুল হকের রচনাসংগ্রহ-২ (২০০১)

হাসান আজিজুল হকের রচনাসংগ্রহ-৩ (২০০২)

হাসান আজিজুল হকের রচনাসংগ্রহ-৪ (২০০৩)

হাসান আজিজুল হকের রচনাসংগ্রহ-৫ (২০০৭)

হাসান আজিজুল হকের রচনাসংগ্রহ-৬ (২০১১)

留言


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page