বাবার সেবা।। অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ
- অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ
- Apr 29, 2022
- 1 min read

প্রতিকী ছবি (সংগৃহীত)
১৭ রমজান(১৯ এপ্রিল) রাত ১০:৩০ তারাবীহ নামাজ শেষ করে হ্রদরোগ হাসপাতালে একজন রুগী দেখতে গিয়েছিলাম। রুগীর পাশে বসে রুগীর সাথে কথা বলছিলাম,রোগের খোঁজ খবর নিচ্ছিলাম। রুগী বসে কথা বলছিলেন আর ঘামছিলেন। কপাল ভিজে ঘাম বুকে পড়তেই এক মেয়ে শুকনো কাপড় দিয়ে পরম যত্নে রুগির কপাল,ঘাড়,বুক ও পিঠ মুছে দিচ্ছে। ছোট্টো দুগ্ধপোষ্য শিশুকে মা যেমন পরম মায়ায় হাত বুলিয়ে আদর করেন ঠিক তেমন করে। আমি তাকিয়ে দেখতে দেখতে কখন যে চোখের পানিতে চশমা ঝাপসা হয়ে গেছে খেয়াল করতে পারিনি।
এতক্ষণ আমি একজন অসুস্থ বাবার সেবায় একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের যত্নের কথা বললাম,যা আমি নিজের চোখে দেখেছি-আপ্লুত হয়েছি।
মহান আল্লাহ এমন সন্তান ঘরে ঘরে দান করুন।
এমন সন্তানের পিতামাতা হওয়া যেমন সৌভাগ্যের প্রতিক,তেমনই এমন শিক্ষার্থীর শিক্ষক হতে পারাও গর্বের বিষয়।
মহান আল্লাহ সকলের মাতাপিতাকে রোগমুক্ত ও দীর্ঘ জীবন দান করুন। আর যাদের মাতাপিতা কবরবাসী তাদের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিন।
হে অসীম দয়ালু আল্লাহ! শবে কদরের এই মহিমান্বিত রজনীতে আমার এ দোয়া কবুল করুন। আমীন।।
وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا ؕ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا
وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا ؕ
তোমার প্রতিপালক আদেশ দিয়াছেন, তিনি ব্যতীত অন্য কাহারও ইবাদত না করিতে ও পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করিতে। তাহাদের একজন অথবা উভয়েই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হইলে তাহাদেরকে উফ্' বলিও না এবং তাহাদেরকে ধমক দিও না ; তাহাদের সঙ্গে সম্মান সূচক কথা বলিও।
মমতা বশে তাহাদের প্রতি নম্রতার পক্ষপুট অবনমিত করিও এবং বলিও, হে আমার প্রতিপালক! তাহাদের প্রতি দয়া করুন- যেভাবে শৈশবে তাহারা আমাকে প্রতিপালন করিয়াছিলেন।'
(আল কুরআন: সূরা-১৭,আয়াত- ২৩ ও ২৪)
লেখক: অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
Comments