বিরহী মন।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Dec 27, 2021
- 1 min read
আমার লাগে না ভালো
ওগো প্রভু দয়ালু
তোমায় বিনে দিন কাটে না
জান তা ভালো।।
আমায় ভালোবেসে সৃজন করে
রেখেছিলে কাছে
সেই সে কথা পড়লে মনে
হৃদয় আমার নাচে
আমার বিরহী মন খুঁজে তোমায়
'প্রভু কোথায় বলো!
এই সংসারে ভার টেনে টেনে
হলাম আমি শেষ
ওগো জানি না তো পাব কি না
খুঁজে আমার দেশ
আমার ভেতর তুমি আবার
নূরের জ্যোতি ঢালো।।
ঢাকা, ২৭ ডিসেম্বর ২০২১।
ความคิดเห็น