বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম
- বাঙলাকথা
- Feb 7, 2022
- 1 min read

বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আযম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন মহাসচিব নিযুক্ত হয়েছেন। ৬ ফেব্রুয়ারি রোববার তিনি সোসাইটির জাতীয় সদর দপ্তরে মহাসচিব পদে যোগদান করেন। এ সময় তাকে স্বাগত জানান সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহ্হাব, সোসাইটির উপ-মহাসচিব মো. রফিকুল ইসলাম সহউপস্থিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কাজী শফিকুল আযম ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে অডিট এন্ড একাউন্টস ক্যাডারে যোগদান করে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তার ৩৭ বছরের সুদীর্ঘ কর্মজীবনে তিনি অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বিশ্বব্যাংক, এডিবি, আইডিবিসহ বিভিন্ন উন্নয়ন সংস্থায়ও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৮ সালে কাজী শফিকুল আযম বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। এরপর ২০২১ সাল পর্যন্ত তিনি একই বিভাগের টেকসই গ্র্যাজুয়েশন প্রকল্পের প্রকল্প উপদেষ্টার দায়িত্ব পালন করেন।
সরকারের সুদক্ষ ও নিবেদিতপ্রাণ আমলার বাইরে একজন খ্যাতিমান কথাসাহিত্যিক হিসেবেও তাঁর বিশেষ পরিচিতি রয়েছে।তাঁর প্রকাশিত গ্রন্থসমূহের মধ্যে রয়েছে- গল্পে গল্পে নীতিকথা, ভ্রমণ বিচিত্রা, অন্যদেশ, চলার পথে দেখা না দেখা, বিশ্ব দরূদ সংকলন, বিশ্ব আজি মুষ্টি মাঝে, অন্যদেশ, ভ্রমণ বিলাস, নীতিকথার গল্প, কাঠের বাটি, ভাল বন্ধু, ভ্রমণ সমগ্র ইত্যাদি।
Comments