বাংলার মাটি ফুঁড়ে ওঠা কণ্ঠ
- আমিনুল ইসলাম
- Feb 15
- 1 min read
অনেকেই কৃতকার্য দীক্ষিত চরণে
তিতাস যুবক শুধু দ্বিধা-বিজড়িত
ট্রেন ফেল করে ফেরে সবুজ উঠোনে
প্রত্যাবর্তনের লাজে দু’চোখ আনত।
হাজার বছর ভাসা বাঙলার তান
ওই কলমেই পায় ঠিকানা ভাষার
ট্রেনখানা ফিরে আসে শুনে সেই গান
দেশের উঠোন ছেড়ে যায় নিকো আর।
এই স্বরে বেজে ওঠে এশিয়ার গান
এই ঠোঁটে বেজে ওঠে খনার অধর
আধুনিক অট্টালিকা সেও পায় প্রাণ
পাখি গায়, জোনাকিও ঝুমুরে মুখর।
বাঙলার মাটি ফুঁড়ে উঠেছে এ-স্বর
এমন প্রগাঢ় আর এমন প্রবল
এই স্বরে কথা বলে মহাস্থানগড়
ঈসা খাঁর অসি আর মেঘনার জল;
এই স্বরে কথা বলে নিপীড়িত রাত
করতোয়া-স্রোতে ভাসা অনার্যের দিন,
ভাবাকের পৌত্রী তাই হাতে রেখে হাত
তার হাতে তুলে দেয় সোনালি কাবিন।
Comments