বৈশাখ।। এলাহি তালুকদার
- বাঙলাকথা
- Apr 13, 2022
- 1 min read

সুচীশুভ্র স্নিগ্ধ বাতাসে দোল খেয়ে ভেসে ভেসে
বৃষ্টির জমজমাট সুরের মূর্ছনায় মিশে মিশে ,
এনেছো কি অমৃতের নিশ্চিত সন্ধান?
নববর্ষের আমন্ত্রণে করিতে দান।
সুসময়ে এসো বৈশাখ ভেঙনা মোর আশা
ঝড় তুফানে আসলে তুমি হবে সর্বনাশা।
আঁখিদ্বয়ের অদৃশ্য তুমি নামে বৈশাখ
ঝড়ো হাওয়ার তালে উড়ে বক ও কাক।
তেজস্বী পরাণ তোমার চিরন্তন তুমি
তোমার পরশে ধন্য মোদের জন্মভূমি।
অবিশ্রান্ত তুমি ওগো আসো প্রতি বছর
মহানন্দে ডাকে তোমায় ধু-ধু বালিচর।
অজাতশত্রু তোমার গোটা বিশ্ব আপন
সুখ দুঃখ সবকিছুই তুমি করিলে বরণ।
সবার কাছেই রবে তুমি চিরস্মরণীয়
তোমার গুণাবলি সব অনিবর্চনীয়।
এতো মহৎ তবুও তোমার আছে কিছু দোষ
অনেক সময় রেগেমেগে করো ফাঁসফোঁস।
তাণ্ডব ঝড়ের বেশে ঘূর্ণির উড়ন্ত ডানায়
গাছ গৃহ চূর্ণ করে আসিলে সারা বাংলায়।
নববর্ষ রূপে তুমি হয়েছো গঠন
তুমি মোদের বর্ষকে করবে গো যতন।
সনের পহেলা দিন তোমায় দিচ্ছে ওগো ডাক
এসো এসো কাছে এসো প্রিয় এসো হে বৈশাখ।
Comments