top of page

বৃষ্টি ভেজা শহরের অহেতুক কান্নারা ।। ইসরাত জাহান সান্ত্বনা


এই বৃষ্টি ভেজা শহরে লুকিয়ে থাকে অনেক কান্না। একপশলা বৃষ্টিতে কৃষ্ণচূড়ার লাল, মিশে যায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিষন্নতার পীচ ঢালা রাস্তায়। বুকভরা মায়ার চাদরে স্মৃতিরা অস্ফুট আর্তনাদে পিছু ডাকে । নদীর বুকে ঝরা আকুল বৃষ্টিতে মোহাবিষ্ট ছিলাম যেন তুমি-আমি মিশে যাওয়া। অথচ এখন দিব্যি তপ্ত দুপুরের খর রোদ দেখি সোনালুর রঙ্গের মতো আকাশ; যখন রোদের তীব্রতায় শহর পুড়ে; অলি-গলি পুড়ে; পানির আকন্ঠ তৃষ্ণায় কাতর চিল; অথচ মন পোড়ে না আমার। বদলে যেতে মন পোড়াতে হয়। রোদের খরতাপ ভালবাসতে শুরু করি। অথচ আমাকে পোড়ায় অচীন নদী। আমাকে কাঁদায় এই শহরের বৃষ্টি। সঘন মেঘের পাহাড় জমে বিনিদ্র কুয়াশার রাত। খাল-বিলের শ্যাওলার গভীর মমতায় হরবোলা পাখি হয়ে কাঁদে মন। সোডিয়ামের নিয়ন আলোয় কায়ার থেকে ছায়া বড় হয়ে ওঠে; জীবন থেকেও যখন তুমি বড় হয়ে ওঠো তখনই বুঝতে পারি , বৃষ্টি ভেজা শহরে কেন কাঁদি আমি ? হায় আমার বুকের ভেতর সযত্নে লুকিয়ে থাকা কান্না!! বিষন্নতা লালন করাও সুখের অসুখ তুমি কি জানো মেঘ বালিকা? "মেঘ বালিকা; তুমি আমার অষ্ট প্রহরের কষ্ট " তুমি কি জানো? তুমি সূর্যমুখী নও; তুমি এই শহরের বৃষ্টি ভেজা কান্নার কৃষ্ণচূড়া। তুমি দিব্যি জেনে নিও -তুমি আমার সুখের অসুখ।

Recent Posts

See All
বাংলার রূপ।। নাজমুল হক সিকদার

সবুজের বুকে আজি পিয়াসি হৃদয় শ্যামলীমার টানে হারিয়েছে, কোন সে দিগন্তে ছুঁয়েছে নীলিমা অবুঝ হৃদয় সেথায় ছুটে চলেছে। বাংলার মাটি সবুজের ঘাটি...

 
 
 

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page