বর্ষা।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Jun 24, 2022
- 1 min read
এলো বর্ষা মোর শুষ্ক মরুতে জাগাতে প্রাণ
আবার এ ধরনীতে গীত হবে জীবনের গান।।
গগন কালো করে বিদ্যুচ্ছটায় আসে বারিধি পৃথিবীতে ঐ
আসে বর্ষা দেখ নামে সহসা পথে বৃষ্টির স্রোতধারা ঐ।
প্রাণের উচ্ছ্বাসে আজ তবে আমরা মিলবই
মাখাব আমি আজ বিগলিত দেহে মোর বৃষ্টির ঘ্রাণ।।
আমি কতকাল পাই না এ বৃষ্টির জল
বিশুষ্ক দেহে চোখ করে ছলছল
আজি মেঘের ডামাডোলে আষাঢ় শ্রাবণ
আনিল এ পৃথীবীতে জলের গান
হর্ষ হর্ষ বলে আজ দেহে মোর নেচে ওঠে প্রাণ।।
Comments