বর্ষা ।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Jun 17, 2021
- 1 min read

আকাশ ভেঙে বৃষ্টি নামে আবার আসে বর্ষা
ধূসর ধরা বৃষ্টি জলে ভিজে আবার সহসা।
ময়ূর নাচে পেখম মেলে জলের নাচন দেখে
গাঁয়ের ছেলে-মেয়ে নাচে কাদামাটি মেখে।
উষর ধরা পেল আবার প্রাণ মাতানো আশা।।
ঘন দেয়া ডাকে আজি আকাশ আঙিনায়
তাই না দেখে ব্যাঙের সারি আনন্দে লাফায়
কোথাও মেঘে আঁধার নামে কোথাও ফর্সা।।
ঢাকা, ২ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ
Comments