top of page

ভিন্নধারার উপন্যাস ‘দূরের নক্ষত্র’

দূরের নক্ষত্র

উপন্যাস

মো. জেহাদ উদ্দিন

প্রকাশক: অন্যপ্রকাশ

প্রচ্ছদ: ধ্রুব এষ

প্রকাশকাল: একুশে গ্রন্থমেলা, ফেব্রুয়ারি ২০২৫

মূল্য: ৬০০/-, কমিশন ২৫%

প্রাপ্তিস্থান: অন্যপ্রকাশ, প্যাভিলিয়ন ২৩, একুশে গ্রন্থমেলা

 

বহুমুখী প্রতিভার অধিকারী সব্যসাচী লেখক ও প্রখ্যাত নজরুল গবেষক মো. জেহাদ উদ্দিনের ফিকশনধর্মী আত্মজৈবনিক উপন্যাস দূরের নক্ষত্র। বিভিন্ন বিষয়ে লেখকের অনেকগুলো বই থাকলেও উপন্যাস এটিই প্রথম। চেতনাপ্রবাহ রীতিতে তিনি মানবজীবনের আশা আকাক্সক্ষা স্বপ্ন সম্ভাবনা সংগ্রাম ব্যর্থতা ও আনন্দ বেদনার ছবি এঁকেছেন সুনিপুণ হাতে। সমাজচিন্তক অভিজ্ঞ লেখক মো. জেহাদ উদ্দিন দূরের নক্ষত্র উপন্যাসে কয়েকটি চেনা চরিত্রের মাধ্যমে বিগত শতকের শেষ দশকের এমন এক বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছেন মনে হবে এ বুঝি প্রতিনিয়ত আমার দেখা বাংলাদেশের সমাজচিত্র।

উপন্যাসের প্রধান চরিত্র সাকিব। লেখকের মতোই অসামান্য প্রতিভার অধিকারী সাকিব শুধু লেখাপড়ায় দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেনি; বরং তার উন্নত চিন্তা-চেতনা ও কর্মকৌশলের মাধ্যমে কল্যাণমুখী সমাজ বিনির্মাণের স্বপ্ন জাগিয়ে তুলেছে। যারাই তার সাথে মিশেছে তারা মাটি থেকে সোনা হয়েছে। কৈশোরে নক্ষত্র নামে এক কিশোরীর প্রেমে পড়ে সাকিব। পরিশীলিত ও মার্জিত প্রেম এক সময় বিরহ ডেকে আনে। তাতে সে বিচলিত হলেও বিপথগামী হয়নি; বরং ঐশিপ্রেমের এমন দৃষ্টান্ত স্থাপন করেছে যে, প্রেম এক অনন্য মহিমায় উদ্ভাসিত হয়েছে। নতুন প্রজন্ম এই উপন্যাস পাঠে লেখাপড়ায় যেমন উদ্যমী হয়ে উঠবে তেমনি উন্নত চরিত্র গঠনেও সহায়ক হবে। উপন্যাসের প্রধান চরিত্র সাকিবের শৈশব-কৈশোর থেকে তার বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত বিধৃত হয়েছে। পাঠক্ষুধা মেটাতে ফিকশনধর্মী আত্মজৈবনিক উপন্যাস দূরের নক্ষত্রের পরবর্তী পর্ব পড়ার জন্য পাঠক অনেক বেশি উন্মুখ হয়ে উঠবে।


- সমর ইসলাম (কথাসাহিত্যিক, সাংবাদিক, একুশে টিভি)

 

 

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page