ভালোবাসা।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Feb 2, 2022
- 1 min read
ভালোবাসি আমি বাংলাদেশ
ভালোবাসি আমি তার বর্ণমালা
ভালোবাসি আমি মা মাটি দেশ
ভালোবাসায় আমি হই উতালা।।
যেখানে যাই আমি যেদিক তাকাই
আমার মাকে আমি পাই খুঁজে পাই
ভালোবাসায় মোড়ানো রাত্রি দিন
আমাদের কেটে যায় সারাটি বেলা।।
আমার মায়ের বচন সোনার স্বদেশ
নাই তার তুলনা পৃথিবীর কোথাও
আমার বাংলাদেশ বাংলা ভাষা
আমার গলায় সে তো হীরকমালা।।
(ঢাকা, ২ ফেব্রুয়ারি ২০২২। চলার পথে)
Comments