মোঃ জেহাদ উদ্দিন প্রয়াস জাতীয় কবি নজরুল বিদ্যানিকেতনের ১৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে
- বাঙলাকথা
- 4 days ago
- 1 min read
বাঙলাকথা প্রতিবেদন

আশুগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় মোঃ জেহাদ উদ্দিন প্রয়াস জাতীয় কবি নজরুল বিদ্যানিকেতনের ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। এ বিদ্যানিকেতন থেকে ২০২৪ সালে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ১৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৬ জন প্রথম গ্রেডে এবং ৯ জন দ্বিতীয় গ্রেডে বৃত্তি পেয়েছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা:
১/ সিমতিয়া জাহান সাবেরা- ১ম শ্রেণি (২য় গ্রেড)
২/ জান্নাতুল মারিয়া- ১ম শ্রেণি (২য় গ্রেড)
৩/ নোহা আক্তার- ১ম শ্রেণি (২য় গ্রেড)
৪/ আনিকা খানম রওজা- ২য় শ্রেণি (১ম গ্রেড)
৫/ তায়েবা আক্তার সুমাইয়া- ২য় শ্রেণি (১ম গ্রেড)
৬/ ইসরাত জাহান মুনজিয়া- ২য় শ্রেণি (১ম গ্রেড)
৭/ সামিয়া তালুকদার- ২য় শ্রেণি (১ম গ্রেড)
৮/ কানিতা আকছারা তুহফা- ২য় শ্রেণি (২য় গ্রেড)
৯/ মারিয়া আক্তার ইকরা- ৩য় শ্রেণি (১ম গ্রেড)
১০/ মারিয়া তালুকদার- ৩য় শ্রেণি (২য় গ্রেড)
১১/ খালেদ ইমরান- ৩য় শ্রেণি (২য় গ্রেড)
১২/ নুসরাত জাহান সামিরা- ৩য় শ্রেণি (২য় গ্রেড)
১৩/ সিয়াম মাহমুদ- ৪র্থ শ্রেণি (২য় গ্রেড)
১৪/ সামান্তা আক্তার- ৪র্থ শ্রেণি (২য় গ্রেড)
১৫/ মুজাহিদ- ৫ম শ্রেণি (১ম গ্রেড)।
গত ৩০ মার্চ, ২০২৫/২৯ রমজান ১৪৪৬ বিদ্যানিকেতনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা ও অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব, বিশিষ্ট নজরুল গবেষক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য মোঃ জেহাদ উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন পরিচালনা পর্ষদের সভাপতি বাঙলাকথা সম্পাদক রাবেয়া সুলতানা পারু, সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, পাঠ্যক্রম ও পাঠাগার সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রভাষক হাফেজ নাঈমুল ইসলাম, বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ফারজানা মাহমুদ, সহকারী প্রধান শিক্ষক নাঈম দুর্জয় ও শিক্ষক আশরাফুল আলম, আব্দুল্লাহ, ধর্ম শিক্ষক মাওলানা শাকিল মিয়া প্রমুখ।
Comentarii