মাটির বিছানা।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Oct 22, 2022
- 1 min read

মাটি থেকে জন্ম আমার মাটির বিছানা
সাড়ে তিন হাত মাটি আমার শেষ ঠিকানা।
প্রভু আমায় পাঠিয়েছেন এই ধরনীর পর
আমি তারে ভুলে হেথায় গড়ি তাসের ঘর
কি কহিব সাক্ষাতের দিন ওহে রাব্বানা।।
কত সুন্দর দেহ আমায় দিলেন দয়াময়
আমি কি তাঁর শোকর করি খবর কি তাঁর লই!
আমার কী যে উপায় হবে আমি জানি না।।
[ছোট ভাই হাফেজ নাঈমুল ইসলাম গত ২১.১০.২২ শুক্রবার আজিমপুর কবরস্থান জিয়ারত করে একটি ছবি দিয়েছে। সেই ছবি দেখে মনে ভাবের উদয় হল। আল্লাহ পাক আমাদের ক্ষমা করুন এবং সকলের কবরকে জান্নাতের বাগিচা করে দিন]
Comments