top of page

মিনু ও জল-পরী।। শাহ জালাল খান

আয়না দেখে চেঁচায় মিনু

এত্ত আমার রূপ ,

রূপ বিকিয়ে গড়তে পারি

নগরের ধন কূপ ।

স্বামীর ঘরে ক্ষেপে মিনু

ঘোরায় হাতের লাঠি ।

ঘর ছাড়ে সে প্যাকেট পুরে ,

শখের গয়না গাঁটি ।

বাপ বললো, অবর বেলায়

কি যে আমি করি ,

মা বললো, বাদ দাও সব

ওর ঘাড়ে জল-পরী ।

হাত বাড়ালেই পরীর এখন

বন্ধু ছড়াছড়ি ,

শহর জুড়ে সুনাম ভারী

নটের কাঁচা কড়ি ।

নগর বাউল হয়ে ঘোরে

সন্ধ্যা বেলার রানী ,

ছতর আড়ে গতর জুড়ে

জোছনা মাখে ছানি ।

দিনে পিয়ে লাল পানি আর

রাতে সবুজ বারি ,

সুজন ছেড়ে করলো বরণ

কুজন কাঁড়ি কাঁড়ি ।


হঠাৎ সেদিন জবর খবর

ঘরের ঘেরা কাঁচে .

রাতের বেলায় সেথায় পরী

কাপড় ছেড়ে নাচে ।

মান্ ষে বলে মেয়েটির হায় ,

ভালোর ভাগে ক্ষিণ ,

শহর জুড়ে রটনা হলো

পরীর ঘাড়ে জ্বিন ।


জ্বিন ছাড়াতে পরীর বাড়ি

উঠলো নগর মালি ,

বললো পরী, আমায় সোজা

করবে ? গুঁড়ে বালি !

পরীর কিছু ভাইয়া ছিল ,

তাদের কাছে ছোটে ,

ধমকে ডাকে , আদর মেশায়

কেউ আসে না মোটে ।


বড়্ বাবুকে ডাকে পরী

ভাইয়া জ্বলদি আসো ,

ঘটা কোরে না, বললে সে দিন

বড্ড ভালবাস !

এই ভাইয়া , আমি কি ফোন

বন্ধ করে দিব ,

কথা বলো , নইলে কিন্তু

গলায় দড়ি দিব ।


ভাইয়া গুলো আর হাসে না

পরীর কথায় আর ভাসে না ,

দেখলো পরী ভাইয়া দারুণ

আসলো ছুটে না যে ,

এত্তবড় ছলার কলা

ভীষণ ভারি, বাজে !


অবশেষে পরীর বাড়ি

বাঁধলো হই চই ,

চেঁচায় পরী , বিপদ কালে .

মাম্ মা , তুমি কই !

মামমা বলে, শোনরে পরী

জাগায় আছি এই ,

ওঝার সামনে পাগলা ছুড়ি

কথা বলতে নেই ।


এক লাফেতে পরী বানু

উঠে মাচার পরে ,

কোথায় আমার চাচ্চু খালু

চোর ঢুকেছে ঘরে ।


আমরা চোর নইরে পরী

কালো রঙের ওঝা ,

ডাণ্ডা দিয়ে আণ্ডা খেলি

জ্বিনের করি সোজা ।

নাকের ভিতর নস্যি ঢালি

খাওয়ায় বরফ কুঁচি,

রাতের বেলায় ডিম থেরাপি

গরম গরম লুচি ।

দেও-দানব আর জ্বীন-পরীদের

ফেলে বাঁশের খাঁচে ,

গরম পানির বরফি খাওয়ায় ,

ভূত ছেড়ে সে বাঁচে ।


পরী শেষে বুঝতে পারে

তার দুঃখ কেউ ববে না

জামাই -তালোই কাজ হবে না

চোখের সামনে দিব্যি দেখে

এবার ঘাড়ের পরী ,

ঘাড় ছেড়ে সে , ওঝার বাড়ি

করছে গড়াগড়ি ।


জল-পরীটার বুকের ভিতর

ভাবনা গুলো মোদে ,

সব দুঃখ বিষের ফোঁড়া

আছড়ে পড়ে গোঁদে ।



(রচনা, ৬ আগস্ট, ২০২১ , ২২ শ্রাবণ ১৪২৮ শুক্রবার)

Recent Posts

See All
বাংলার রূপ।। নাজমুল হক সিকদার

সবুজের বুকে আজি পিয়াসি হৃদয় শ্যামলীমার টানে হারিয়েছে, কোন সে দিগন্তে ছুঁয়েছে নীলিমা অবুঝ হৃদয় সেথায় ছুটে চলেছে। বাংলার মাটি সবুজের ঘাটি...

 
 
 

Komentáře


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page