মানুষ মরে যাবে।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Nov 27, 2021
- 1 min read
মানুষ মরে যাবে, মরে যাবে যাবে গো মরে সবার ঠাঁই হবে ঠাঁই হবে সবার অন্ধকার কবরে। মানুষ মরে যাবে, মরে যাবে যাবে গো মরে। তাঁর কেউ হবে না সঙ্গের সাথী গো কেউ যাবে না সঙ্গে তার বন্ধ হবে সব লেনা দেনা গো সে যাবে নিঃসঙ্গে সব ছেড়ে সে থাকবে কেমন করে ওগো একলা কবরে। মানুষ মরে যাবে, মরে যাবে যাবে গো মরে।। তুমি কোরআন পড় কোরআন ধর কর সালাত কায়েম ঈমানে বলীয়ান হয়ে কর রে ভাই আল্লাহর সাথে প্রেম তুমি হজ্ব যাকাত রোজায় থেকো রেখো নবী প্রেম অন্তরে।। মানুষ মরে যাবে, মরে যাবে যাবে গো মরে।। কবরে তার প্রথম প্রহরে হাজির হবে মুনকার নকীরে বলবে তোমার রব কে, দ্বীন কি আর এই মহামানব কে? হে মানুষ! এই দুনিয়ায় যদি না চেন তোমার রব, যদি না মান তাঁর দ্বীন যদি না ভালোবাসো তাঁর রাসূলকে তবে পড়বে মহাবিপাকে লা জবাব হবে কবরে।। মানুষ মরে যাবে, মরে যাবে যাবে গো মরে।। (ঢাকা, ২৭ নভেম্বর ২০২১। চলার পথে)
Comments