মানুষের প্রতি ভালোবাসা।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Jun 28, 2021
- 1 min read
আমি মানুষেরে ভালোবাসি
এই মানুষেরি কাছে আমি
বারেবারে ফিরে আসি।
এক সে আকাশ একই ধরাতলে
সকলের বসবাস
এক সে মাটিতে গড়া সব দেহ
অভিন্ন প্রশ্বাস।
একই সমতলে দেখি আমি সবে
শুনি এক মিলনের বাঁশি।।
সব মানুষেরে জানি আমি ভাই
সব মানুষেরে বোন
ধনি-গরীবে আমার চোখে গো
ভেদাভেদ নাই কোন
আমি সকল বাঁধার বেড়াজাল ভাঙি
সকল আঁধার নাশি।।
(ঢাকা, ২৮ জুন ২০২১)
Comments