top of page

মুমিন।। মোঃ জেহাদ উদ্দিন


মুমিন কখনও হয় না হতাশ

বিশ্বাসে তার ধরে না চির

আশায় সদা সে বুক বেঁধে রাখে

অবনত তার হয় না শির।


যত বাঁধা তার আসে আসুক

কোনো বাঁধা তারে দমাতে না পারে

বিশ্বাসে সদা সে অটল থাকে

অবিশ্বাসীরা তারে টলাতে না পারে।


ভালোবাসা তার মূলমন্ত্র

সকলের প্রতি তার অবিরত প্রেম

শান্তির ধ্বজা ধরে থাকে

তাই সকলে তারে বলে মোসলেম।


সত্য সঠিক পথে চলে সদা

সকলেরে সে সে পথে ডাকে

যত কন্টক থাকুক সে পথে

আনমনে সে সুখ-ছবি আঁকে।


সকলের ভার নিয়াছে সে কাঁধে

অতি চেনা তার বন্ধুর পথ

দুখের মাঝে সে সুখ খুঁজে পায়

সুপথের সে নিয়াছে শপথ।


মুমিন কখনো হারায় না পথ

সুপথে সে থাকে অবিচল

ঝড়-তুফানে তার কাঁপে না ভিত্

থাকে সদা তার ঈমান অটল।


ঢাকা, ২৫ মার্চ, ২০২২

Recent Posts

See All
বাংলার রূপ।। নাজমুল হক সিকদার

সবুজের বুকে আজি পিয়াসি হৃদয় শ্যামলীমার টানে হারিয়েছে, কোন সে দিগন্তে ছুঁয়েছে নীলিমা অবুঝ হৃদয় সেথায় ছুটে চলেছে। বাংলার মাটি সবুজের ঘাটি...

 
 
 

2 Comments


chandan251
Mar 25, 2022

ধীরে ধীরে আত্নবিশ্বাস ফিরে পাচ্ছি, আপনার লেখা পড়ে।

Like

mdazharulislam196
Mar 25, 2022

কবিতাটি মানুষের পার্থিব জীবনের অনেক অর্থবহন করে

Like

পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page