মুমিন।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Mar 25, 2022
- 1 min read

মুমিন কখনও হয় না হতাশ
বিশ্বাসে তার ধরে না চির
আশায় সদা সে বুক বেঁধে রাখে
অবনত তার হয় না শির।
যত বাঁধা তার আসে আসুক
কোনো বাঁধা তারে দমাতে না পারে
বিশ্বাসে সদা সে অটল থাকে
অবিশ্বাসীরা তারে টলাতে না পারে।
ভালোবাসা তার মূলমন্ত্র
সকলের প্রতি তার অবিরত প্রেম
শান্তির ধ্বজা ধরে থাকে
তাই সকলে তারে বলে মোসলেম।
সত্য সঠিক পথে চলে সদা
সকলেরে সে সে পথে ডাকে
যত কন্টক থাকুক সে পথে
আনমনে সে সুখ-ছবি আঁকে।
সকলের ভার নিয়াছে সে কাঁধে
অতি চেনা তার বন্ধুর পথ
দুখের মাঝে সে সুখ খুঁজে পায়
সুপথের সে নিয়াছে শপথ।
মুমিন কখনো হারায় না পথ
সুপথে সে থাকে অবিচল
ঝড়-তুফানে তার কাঁপে না ভিত্
থাকে সদা তার ঈমান অটল।
ঢাকা, ২৫ মার্চ, ২০২২
ধীরে ধীরে আত্নবিশ্বাস ফিরে পাচ্ছি, আপনার লেখা পড়ে।
কবিতাটি মানুষের পার্থিব জীবনের অনেক অর্থবহন করে