top of page

মৌলভী আব্দুল করিম মাস্টার পাঠাগার ও প্রজ্ঞাকেন্দ্র পরিদর্শনে অধ্যাপক জহির উদ্দিন

নিজস্ব প্রতিবেদক:


ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ জহির উদ্দিন সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বেড়তলায় অবস্থিত মৌলভী আব্দুল করিম মাস্টার পাঠাগার ও প্রজ্ঞাকেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় পাঠাগার ও প্রজ্ঞাকেন্দ্রের প্রতিষ্ঠাতা অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ জেহাদ উদ্দিন উপস্থিত ছিলেন।


পরিদর্শনকালে অধ্যাপক মোঃ জহির উদ্দিন বলেন, সভ্যতার বিকাশে পাঠাগারে প্রয়োজনীয়তা অনস্বীকার্য। যুগে যুগে পাঠাগারসমূহ জ্ঞানের আলোকবর্তিকা হিসেবে মানুষকে পথ দেখিয়েছে। কিন্তু পরিতাপের বিষয় হ’ল, নানাবিধ কারণে মানুষ এখন পাঠাগারবিমুখ হয়ে পড়ছে। মানুষের বই পড়ার অভ্যাস আশংকাজনকভাবে কমে যাচ্ছে। তিনি বলেন, মানুষের পাঠাভ্যাস অবশ্যই বৃদ্ধি করতে হবে।


মৌলভী আব্দুল করিম মাস্টার পাঠাগার ও প্রজ্ঞাকেন্দ্রের ভূয়সী প্রশংসা করে অধ্যাপক জহির বলেন, পাঠাগারটিতে বিভিন্ন ধরনের বইয়ের সমারোহ রয়েছে যেগুলো পাঠ করার মাধ্যমে পাঠকগণ তাদের জ্ঞানের দিগন্ত বিস্তৃত করতে পারবেন। বর্তমান কোভিড-১৯ এর ভয়াল থাবায় পাঠাগারের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকলেও পাঠকগণ এ পাঠাগার থেকে বই নিয়ে বাসায় পড়তে পারছেন। এছাড়া অনলাইন কার্যক্রমের মাধ্যমেও এ পাঠাগারটি জ্ঞানপিপাসুদের পিপাসা নিবারণ করছে। তিনি পাঠাগারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।


উল্লেখ্য অধ্যাপক জহির ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কৃতিসন্তান। এসএসসি পরীক্ষায় তিনি ১৯৯২ সালে কুমিল্লা বোর্ডে তৃতীয় স্থান অর্জন করেছিলেন। পরবর্তীতে অত্যন্ত কৃতিত্বের সাথে তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতক ও মাস্টার্স ডিগ্রি অর্জন করে ২৪ তম বিসিএস (শিক্ষা) ক্যাডারে যোগদান করেন। একজন আদর্শ শিক্ষক ও শিক্ষা-প্রশাসক হিসেবে তাঁর যথেষ্ট সুনাম-সুখ্যাতি রয়েছে।

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page