মোহাম্মদ রাসূল (সাঃ)।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Jun 12, 2021
- 1 min read
সকল সৃষ্টির সেরা তুমি
মোহাম্মদ রাসূল
কুল মুলুকের প্রিয় তুমি
নাই তোমারি তুল।
আকাশ বাতাস গ্রহরাজি
চাঁদ সিতারা রবি
জপে সিফত আল্লাহ পাকের
আঁকে তোমার ছবি।
তুমি সিরাজামমুনীরা
তুমি রাহমাতুল্লিল আলামীন
তুমি খুলুকীন আজিম
তুমি সাইয়েদুল মুরসালিন
খাতামুন্যাবিয়্যিন তুমি
সাইয়েদুল কাউনাইন
করুণার ধারা বহায়েছ তুমি
এনেছ খোদার আইন।
মুক্তির কাণ্ডারী তুমি
ওগো বন্ধু সকলের
দিলে পথনির্দেশ সুন্দর
ইহকাল পরকালের।
বিশ্বজাহান সম্ভ্রমে তোমায়
পাঠায় দরূদ -জানায় সালাম
সমস্বরে সবে মন দিয়ে পড়ে
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
ঢাকা, ১২ জুন ২০২১
Comments