top of page

যুদ্ধে যাবার গল্প।।মোঃ জেহাদ উদ্দিন

আমি যুদ্ধে যাবার গল্প বলি

তোমরা বসে শোন ভাই

আমায় যারা রুদ্ধ করে

তাদের কোনো ক্ষমা নাই।।


আমার রক্তে আছে বীর তিতুমীর

ফরায়েজী আন্দোলন

আমার মা মাটি দেশ বাঁচাতে ভাই

যুদ্ধ করি মরণ-পণ।।


আমরা ব্রিটিশ তাড়িয়েছি

বাঁশের গুঁতা দিয়া ভাই

সেই ইতিহাস আছে লেখা

তিতুমীরের সে কিল্লায়।।


আমি যুদ্ধে যাবার গল্প বলি

তোমরা বসে শোন ভাই……..


শুক্রবারে আজান হলে

শরীয়ত উল্লাহ বলেন ভাই

দেশ-স্বাধীনের যুদ্ধ এখন

দারুল হরবে জুমা নাই।।



আমি যুদ্ধে যাবার গল্প বলি

তোমরা বসে শোন ভাই……..


পলাশীর ঐ প্রান্তরে ভাই

দেশ-বিদেশের চক্রান্তে

স্বাধীনতার সূর্য ডুবে

কূলে বসে সব কান্দে


তারপরে ঘোর কেটে গেলে

শক্তি দেহে সঞ্চারে

মীর কাশিমই গর্জে ওঠেন

যুদ্ধ বাঁধে বক্সারে

শহীদ হলেন, জীবন দিলেন

স্বাধীনতার বাসনায়।।


আমি যুদ্ধে যাবার গল্প বলি

তোমরা বসে শোন ভাই……..


পীর-ফকিরও যুদ্ধ করেন

উলামারা তার আগে

ব্রিটিশ তাড়াও বলে জেহাদ

করেন তাঁরা স্ব-বেগে


দিল্লীতে সব দিল-দরিয়া

মানুষগুলোয় জাফরে

বলেন এস যুদ্ধ করি

দেখুক সে মীর জাফরে!


হাইকোর্টের চিফ জাস্টিস

সেই ফজলে হক খায়রাবাদী

দিলেন একখান রায় সেদিন

ভাই! যুদ্ধ কর হও আজাদী।


কিন্তু ঘরের ইঁদুর বেড়া কাটে

তাই যুদ্ধ‌ যে যায় ভেস্তে হাঁটে

স্তব্ধ আমি সেই বেদনায়!



আমি যুদ্ধে যাবার গল্প বলি

তোমরা বসে শোন ভাই……..


তরী আমার ভাসে এখন

আন্দামানের সায়রে

ভারত স্বাধীন করতে জীবন

দিল কত ভাই ও রে

সেই কাহিনী লেখা আছে

ইতিহাসের ঠিক পাতায়।।



আমি যুদ্ধে যাবার গল্প বলি

তোমরা বসে শোন ভাই……..


ভারতবাসীর দু'শ‌ বছর

কারাজীবন করতে শেষ

বীর সেনারা অকাতরে

জীবন দিলেন অনিঃশেষ।


আঠারো শ' বাহাত্তরের

ফেব্রুয়ারির আট তারিখ

মুক্তিসেনা শের আলী ভাই

ইতিহাস যে গড়েন ঠিক!

ভাইসরয় যান আন্দামানে

নাম ছিল তাঁর লর্ড মেয়ো

হত্যা করেন সেদিন তারে

ফাঁসি হলো সেই তাঁরও

ফাঁসির কাষ্ঠে ঝুলেন হেসে

তাঁর আনন্দের সীমা নাই।।


আমি যুদ্ধে যাবার গল্প বলি

তোমরা বসে শোন ভাই……..


স্বাধীনতার যুদ্ধ করায়

বাহাদুর শাহ রেঙ্গুনে

নির্বাসিত হলেন তিনি

দিন কাটে তাঁর ক্রন্দনে-

কাব্য লিখেন বিলাপ করেন

রেঙ্গুনেরই জঙ্গলে

জীবন বাজী রাখেন তাঁরা

ভারতবাসীর মঙ্গলে

কেমনে ভারত মুক্ত হবে

ভাবেন অসীম বেদনায়।।

আমি যুদ্ধে যাবার গল্প বলি

তোমরা বসে শোন ভাই……..


বিশ শতকে শুনি আমি

বিদ্রোহেরই অমোঘ বাণী

স্বাধীনতার মন্ত্রণাতে

আগুন হল কালাপানি।

ঊনিশ শ’ত বাইশ সালের

তের তারিখ অক্টোবর

ধূমকেতুতে ছাপেন নজরুল

স্বাধীনতার বোমাক্ষর।

ভারত হবে ভারতবাসীর

সাফ জানিয়ে দিলেন ভাই।।

আমরা সাতচল্লিশে মুক্ত হলাম

মোদের খুশির সীমা নাই।।


আমি যুদ্ধে যাবার গল্প বলি

তোমরা বসে শোন ভাই……..


কিন্তু এবার নূতন করে

শুরু হল দুঃশাসন

পাকিস্তানি শাসকেরা

করল অধিকার হরণ

আমরা আবার শুরু করি

মরণপণে আন্দোলন।

পাক হানাদার তাড়িয়ে ও ভাই

স্বাধীনতার গান গাই।।


আমি যুদ্ধে যাবার গল্প বলি

তোমরা বসে শোন ভাই……..


যুদ্ধ আমার শেষ হবে না

আমি আজন্ম এক যোদ্ধা ভাই

যুদ্ধ এখন দেশটি গড়ার

আমি নিত্য তারই করি লড়াই।।



আমি যুদ্ধে যাবার গল্প বলি

তোমরা বসে শোন ভাই……..


,

(ঢাকা, ৯ ডিসেম্বর ২০২১ খ্রিঃ)



Recent Posts

See All
বাংলার রূপ।। নাজমুল হক সিকদার

সবুজের বুকে আজি পিয়াসি হৃদয় শ্যামলীমার টানে হারিয়েছে, কোন সে দিগন্তে ছুঁয়েছে নীলিমা অবুঝ হৃদয় সেথায় ছুটে চলেছে। বাংলার মাটি সবুজের ঘাটি...

 
 
 

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page