যেদিন আমি থাকবো না ।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- May 29, 2021
- 1 min read
যেদিন আমি থাকবো না কো
গাইবে কি আর এমন গান
তোমরা আল্লাহু নাম লয়ে রে ভাই .
যাইবে কি মোর গোরস্তান?
যেদিন আমি থাকবো না কো….
সেদিন থাকবে আকাশ বইবে বাতাস
করবে সবাই কোলাহল
এই ধরণী চলছে যেমন চলবে তেমন
কে মনে হায় রাখবে বল
জানি না কে করবে পূরণ এই অভাগার শূন্যস্থান
যেদিন আমি থাকবো না কো….
আমি এতিম হয়ে রইবে পড়ে কোন সুদূরে
পড়বে কি তা মনে
তোমরা সময়ের এই খেয়াযানের যাত্রী কি
আর যাও উজানে
তবু তোমার চাইব দোয়া পাইতে আমি আসান!
যেদিন আমি থাকবো না কো….
(ঢাকা, ২৯ মে ২০২১)
Comentarios