top of page

যেদিন আমি থাকবো না ।। মোঃ জেহাদ উদ্দিন

যেদিন আমি থাকবো না কো

গাইবে কি আর এমন গান

তোমরা আল্লাহু নাম লয়ে রে ভাই .

যাইবে কি মোর গোরস্তান?

যেদিন আমি থাকবো না কো….


সেদিন থাকবে আকাশ বইবে বাতাস

করবে সবাই কোলাহল

এই ধরণী চলছে যেমন চলবে তেমন

কে মনে হায় রাখবে বল

জানি না কে করবে পূরণ এই অভাগার শূন্যস্থান

যেদিন আমি থাকবো না কো….


আমি এতিম হয়ে রইবে পড়ে কোন সুদূরে

পড়বে কি তা মনে

তোমরা সময়ের এই খেয়াযানের যাত্রী কি

আর যাও উজানে

তবু তোমার চাইব দোয়া পাইতে আমি আসান!

যেদিন আমি থাকবো না কো….


(ঢাকা, ২৯ মে ২০২১)

Comentarios


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page