top of page

যারা এখনো হজ করেননি স্পেশালি তাদের জন্য।। আশিক চৌধুরী

হজ এর জন্য আমি রেডি ছিলাম না। আল্লাহর ঘরে যাবার জন্য যেই মিনিমাম স্ট্যান্ডার্ডের মুসলিম হওয়া লাগে ঐটা ডেফিনেটলি আমি না। হজ শেষ করে আমার এপিফ্যানি হচ্ছে রেডি হবার দরকার নাই। হজ একটা জার্নির মত। আমরা একেকজন একেক স্টার্টিং পয়েন্ট থেকে সেই জার্নিটা শুরু করছি। যার যার রানওয়ে আর ডেস্টিনেশন আলাদা। যেমন আমি আগে কখনও কা'বা দেখিনি। যারা এখনো দেখেননি তাদের আমার রীতিমত হিংসা হচ্ছে। প্রথমবার সামনাসামনি কা'বা দেখার ফিলিংসটা লিখে বুঝানো সম্ভব না।

আমাদের স্পিরিচুয়াল লিডার ছিলো আমার বন্ধু আসিফ Asif Shibgat Bhuiyan। ট্র্যাডিশনাল সেন্স এ হুজুর বলতে আমরা যা বুঝি আসিফ ঠিক সেটা না। আই বি এ, সেন্ট জোসেফ থেকে গ্র্যাজুয়েট করা পরিষ্কার মাথার একজন মানুষ। ফেসবুকে আসিফের লেখা পড়লেই বুঝতে পারবেন। ও আমাদের একদম শুরু থেকে একটা ইসলামিক রিফ্রেশার দিয়েছে: ফ্রম ঈমান, টু নামাজ টু অল দা ওয়ে হজ। আমার ইসলাম ছোটবেলায় স্কুলের ধর্ম শিক্ষা বই আর বাসার হুজুর এর কাছ থেকে শিখা। কিন্তু এবারের শিখাটা একদম অন্যরকম। অনেক ইন্টারেষ্টিং প্রশ্ন নিয়ে ডিবেট হলো। যেমন, "কেনো ইসলামে (যেখানে আল্লাহর কাছে গরীব ধনী সবাই সমান) এমন একটা পিলার (হজ) করা হলো যেটা শুধু ধনীরাই এফোর্ড করতে পারে?!"

🇵🇸 প্যালেস্টাইন এর জন্য আলাদা করে অনেক দোয়া করলাম। আমি ঢকঢক করে আনলিমিটেড জমজম এর পানি খাচ্ছি, আর প্যালেস্টাইনে ছোট্ট বাচ্চারা জাষ্ট বিশুদ্ধ পানির অভাবে মারা যাচ্ছে। আমি জানি আমি নিজেই এই ব্যাপারে যথেষ্ট করছি না। আমাকে এর জবাব হয়তো একদিন দিতে হবে।

আল্লাহ আমাদের হজ্ব কবুল করুন।


পুনশ্চ: আসিফ আগামী বছর আবার প্ল্যান করছে। আই হাইলি রেকমেন্ড।


[লেখাটি ২১ জুন ২০২৪

আশিক চৌধুরী (চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন), চেয়ারম্যান (প্রতিমন্ত্রী), বিডা ও বেজা।

লেখাটি ২১ জুন ২০২৪ লেখকের ফেইসবুক ওয়ালে পোস্টকৃত।

Comentários


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page