যদি ।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Jun 4, 2021
- 1 min read

আমাদের মাঠ-ঘাট ফুল-ফসলে জেগে ওঠে যদি কাজ করি সকলে। আমাদের ঘর হয় সুখে একাকার মিলে-মিশে হই যদি সবাই সবার। অপরের দুখে যদি হই সমব্যথী আলো ফের আসবে কেটে যাবে রাতি। দুহাত বাড়াই যদি অভাবীর দিকে সুখি সব হব মোরা নব আলোকে। পীড়িতে আর্তে যদি বিলাই দয়া দেখবে বইবে ধরায় সুখ-দরিয়া। কথা কম কাজ বেশি এই হোক নীতি ধুয়ে-মুছে পাক-সাফ হোক দুর্নীতি।
Comments