top of page

রাজশাহী : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।। খোরশেদ আলম পাটোয়ারী

কাজী নজরুল ইসলাম রাজশাহী আসেন ১৯২৯ সালের ডিসেম্বর মাসের শেষ দিকে। ‘রাজশাহী মুসলিম ক্লাব‘-এর বার্ষিক উৎসবে নজরুলকে আমন্ত্রণ জানানো হয় এবং সংবর্ধনা জানানোর সিদ্ধান্ত নেয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ‘মাদার বক্স‘ তখন কলকাতায় আইন বিষয়ে অধ্যাপনা করতেন। তাঁরই প্রচেষ্টায় কবির রাজশাহীতে আগমন। কবির সঙ্গে ছিলেন কবি ‘শাহাদাত হোসেন‘ ও কবি ‘বন্দে আলী মিয়া‘। সন্ধ্যা ৭টায় শহরের ভিক্টোরিয়া রঙ্গমঞ্চে রাজা ‘প্রথম নাথ‘ টাউন হলে (বর্তমান স্মৃতি সিনেমা) কবিকে সংবর্ধনা জানানো হয়। কবির উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে কবি গান ও কবিতা আবৃত্তি করেন। দ্বিতীয় দিন সকাল বেলা মুসলিম ছাত্রাবাসে কবি গান পরিবেশন করেন। বিকাল বেলা কাদিরগঞ্জ বেলতলা হাউস আসরে কবি কয়েকটি ইসলামী গান পরিবেশনের পর উপস্থিত মৌলবী মাওলানারা খুশীতে আত্নহারা হয়ে কবিকে জড়িয়ে ধরেন। তৃতীয় দিন কবিকে ‘রজনী কান্তের‘ বাড়ী এবং ‘অক্ষয় বাবুর‘ বাড়ীতে নিয়ে যাওয়া হয়। ‘অক্ষয় বাবুর‘ বয়স তখন ৭০ বৎসর। ঐ জীর্ণ শরীরে কবিকে জড়িয়ে ধরে বললেন ‘আমরা অস্তমিত সূর্য, তুমি নতুন উদিত সূর্যের দীপ্তি নিয়ে এসেছ। আমি কল্পনা করিনি যে জীবন সায়াহ্নে তোমাকে এতো কাছাকাছি কখনো পাবো‘। নজরুল তখন অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিলেন ‘যিনি অভিশপ্ত ও কলঙ্কিত ইতিহাসকে পুনরুজ্জীবিত করতে পারেন, যিনি সত্যকে সমাদৃত করতে পারেন তিনি মরতে পারেন না। দোয়া করুন আপনার চিন্তা ও চেতনাকে যেন আমি আমার কাব্যের মধ্যে প্রতিষ্টিত করতে পারি। নজরুলকে তিনি চা পান জলযোগে আপ্যায়িত করেন। বিকেলে কংগ্রেস সভাপতি ‘মহেন্দ্রকুমার চৌধুরীর সভাপতিত্বে রাজশাহী টাউন হলে কবিকে সংবর্ধনা দেওয়া হয়। রাজশাহীতে সংবর্ধনার জবাবে কবির বক্তব্য ছিল : আপনারা আমাকে ভালবাসেন, আপনারা আমার বন্ধু, হিতাকাঙ্ক্ষী গুরুজন। আপনাদের হৃদয়ে আমার জন্য এতো ভালবাসা সঞ্চিত আছে তা দূর থেকে বুঝতে পারা কঠিন। আপনারা আমাকে ভালবাসার ফুল আর আনন্দের সওগাত দিয়ে অভিনন্দিত করলেন তা আমাকে অভিভূত করেছে। আমি যেন দেশ ও দশের জন্য ভাইবোনদের জন্য রসসমৃদ্ধ কাব্য লিখতে পারি, ভরে তুলতে পারি সবার প্রাণ মন আনন্দে প্রীতিতে। কবি, পরের দিন অতি প্রত্যুষে নাটোর থেকে ট্রেন যোগে কলকাতা ফেরেন। অনুনয় রইল, কবির রাজশাহী আগমনের বিষয়ে কারো কিছু জানা থাকলে দয়া করে জানাবেন। রাজশাহীতে নজরুল-স্মারক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৫০০ আসন বিশিষ্ট ‘কাজী নজরুল ইসলাম মিলনায়তন‘ রয়েছে, যা ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়।


লেখক: প্যারিস প্রবাসী বিশিষ্ট নজরুল সংগঠক।

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page