রূপালী ব্যাংকে তিন বছরের জন্য চেয়ারম্যান নিযুক্ত হলেন কাজী ছানাউল হক
- বাঙলাকথা
- May 30, 2021
- 1 min read
রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক রূপালী ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান হিসেবে ৩ বছরের জন্য নিয়োগ পেলেন কর্মসংস্থান ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক।

রবিবার (৩০ মে) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোঃ জেহাদ উদ্দিন কর্তৃক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে কাজী ছানাউল হককে তাঁর যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য নিয়োগ প্রদানের নিমিত্তে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি গ্রহণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে অনুরোধ করা হয়েছে। কাজী ছানাউল হক নীলফামারী জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর কর্মজীবন শুরু হয় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর সিনিয়র অফিসার হিসেবে। পরবর্তীতে তিনি অগ্রণী ব্যাংক লিমিটেড এর ডিএমডি এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আইসিবি ও কর্মসংস্থান ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের পর তিনি বছরখানেক ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ এর এমডি হিসেবে কাজ করেছেন।
Comments