রাসূল।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Jun 8, 2022
- 1 min read
সবকিছু বৃথা তোর সবকিছু ভুল
যদি না চিনিস তুই প্রাণের রাসূল।
তুই ভণ্ড প্রতারক বেকুব আঁতেল
রাসূলকে যদি তুই না মানিস মডেল।
পাষণ্ড বর্বর তুই বড্ড কানা
রাসূল যদি তোর রয় অজানা।
লুইচ্চা বদমাইশ তুই চরিত্রহীন
স্বীকার না করিস যদি রাসূলের ঋণ।
মানবজীবন তোর বৃথা পুরা-ই
যদি না উঠিস তুই রাসূলের না'য়!
(ঢাকা, ০৮ জুন ২০২২, রাত ১০:৫০। চলার পথে)
Comentarios