রমজান।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Mar 12, 2022
- 1 min read
এলো পবিত্র রমজান তুই থাকবি রোজা মাসজুড়ে পড়বি রে কোরআন।। বছরজুড়ে ছিলি রে তুই ঘুমের ঘোরে বে-খেয়াল! ছিন্ন করতে পারলি নারে চিরদুশমন শয়তানী জাল এবার হবে লড়াই আবার পেলি রে তুই খোদায়ী দান।। ভোগবিলাসে মত্ত ছিলি পাপের ভারে ক্লান্ত অতি! জীবনের তুই পেলি না স্বাদ বুঝলি তার মতি গতি জীবনকে তোর করতে সফল সামনে আছে পাক কোরআন।। (১২ মার্চ ২০২২, ঢাকা)
Comments