শান্তির পায়রা।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Sep 11, 2021
- 1 min read

শান্তির পায়রা উড়বেই যুদ্ধের দামামা থামবেই মিলন বাসর হবে ধরাতে আনন্দ বাদ্য বাজবেই।। দেখ শান্তির পায়রা শুভ্র বসনা উড়তে দাও তারে বন্দি করোনা হানাহানি মারামারি বলি সবে, দাও ছাড়ি ভালোবাস সকলেরে পৃথিবী হাসবেই শান্তির পায়রা উড়বেই।। পৃথিবী প্রেমতালে নাচবেই দস্যুরা মঞ্চ ছাড়বেই মানুষ মানুষকে চিনবেই বিদ্বেষ ভুলে ভালো বাসবেই শান্তির পায়রা উড়বেই।। (শ্রীমঙ্গল-ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২১ নাইন-ইলেভেন স্মরণে)
Comments