শব্দ বাণ।। শামসুল হুদা
- শামসুল হুদা
- Feb 11, 2022
- 1 min read
উগ্রতা নয়! সাম্যের লাগি এসেছিলো ইসলাম। দু'টি শব্দে থামিয়ে দিল "জয় জয় শ্রীরাম"। তাকিয়ে দেখ বকধার্মিক তরবারি দিয়ে নয় একটি নারীর কণ্ঠ আওয়াজ প্রতিবাদ নিশ্চয়। আঘাত না এলে আঘাত কোরো না,এটা দ্বীনের পথ ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে দেখাও সাম্যমত। ইসলামে নেই বর্ণ বিভেদ সব জাতি এক সমান নেই ভেদাভেদ সাদা আর কালো একমন একপ্রাণ। তরবারি আর ত্রিশূল ফেলে এস হাতে হাতে হাত ধরি টিকি দাড়ি আর টুপি ভুলে সবে মিলনের সেতু গড়ি।
কবি: সঙ্গীতজ্ঞ। বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী
Comments