top of page

সেই স্বপনে বিভোর।। মোঃ জেহাদ উদ্দিন


তবুও আমি স্বপ্নে দেখি যদি ও বা অলীক

দুপুর বেলা ঘুঘু ডাকে সন্ধ্যা বেলা শালিক।

চড়ুই পাখি ফুরুৎ ফুরুৎ উড়াল দিয়া যায়

ময়না টিয়া বসত করে আমার আঙিনায়।

বাড়ির পাশে ঝোপের মাঝে ছোট্ট টুনটুনি

মিহি সুরে গান গেয়ে যায় আজও যেন শুনি।

মায়ের সাথে চুলার পাশে চালের রুটি হাতে

খাওয়ার সময় কাক আসে কি ভাগটি তাহার নিতে!

হুতুম পেঁচা কদম গাছে গাল ফুলিয়ে বসে

চিন্তাশীলের তকমা লয়ে অংক যেন কষে।

আমি শুনি আজও ডাকে কোকিল বসন্তে

সাদা বকের পাল দেখা যায় ধূসর হেমন্তে।

দেখি গাঁয়ের জলাশয়ে যেন ডাহুক ডাহুকী

ডুব দিয়ে যায়, ওদের সাথে আমিও কম কি!

শাপলা বনে ফড়িং উড়ে গান গেয়ে যায় কোয়েল

বনবাদাড়ে আমার সাথে গল্প করে দোয়েল।

সারস পাখির গানে দেখি পোহায় আমার রাত

আহা! সেই স্বপনে বিভোর আমি জাগি অকস্মাৎ!


[ঢাকা, চলার পথে। ২০ অক্টোবর ২০২২]

Recent Posts

See All
বাংলার রূপ।। নাজমুল হক সিকদার

সবুজের বুকে আজি পিয়াসি হৃদয় শ্যামলীমার টানে হারিয়েছে, কোন সে দিগন্তে ছুঁয়েছে নীলিমা অবুঝ হৃদয় সেথায় ছুটে চলেছে। বাংলার মাটি সবুজের ঘাটি...

 
 
 

コメント


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page