সেই স্বপনে বিভোর।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Oct 20, 2022
- 1 min read

তবুও আমি স্বপ্নে দেখি যদি ও বা অলীক
দুপুর বেলা ঘুঘু ডাকে সন্ধ্যা বেলা শালিক।
চড়ুই পাখি ফুরুৎ ফুরুৎ উড়াল দিয়া যায়
ময়না টিয়া বসত করে আমার আঙিনায়।
বাড়ির পাশে ঝোপের মাঝে ছোট্ট টুনটুনি
মিহি সুরে গান গেয়ে যায় আজও যেন শুনি।
মায়ের সাথে চুলার পাশে চালের রুটি হাতে
খাওয়ার সময় কাক আসে কি ভাগটি তাহার নিতে!
হুতুম পেঁচা কদম গাছে গাল ফুলিয়ে বসে
চিন্তাশীলের তকমা লয়ে অংক যেন কষে।
আমি শুনি আজও ডাকে কোকিল বসন্তে
সাদা বকের পাল দেখা যায় ধূসর হেমন্তে।
দেখি গাঁয়ের জলাশয়ে যেন ডাহুক ডাহুকী
ডুব দিয়ে যায়, ওদের সাথে আমিও কম কি!
শাপলা বনে ফড়িং উড়ে গান গেয়ে যায় কোয়েল
বনবাদাড়ে আমার সাথে গল্প করে দোয়েল।
সারস পাখির গানে দেখি পোহায় আমার রাত
আহা! সেই স্বপনে বিভোর আমি জাগি অকস্মাৎ!
[ঢাকা, চলার পথে। ২০ অক্টোবর ২০২২]
コメント