সাদা ঈগল।। আমিনুল ইসলাম
- আমিনুল ইসলাম
- Aug 23, 2022
- 1 min read

আটলান্টিক হতে প্রশান্ত মহাসাগর আয়োনোস্ফিয়ারে শব্দের সন্ত্রাস ছড়িয়ে আকাশে ওড়ে অতিকায় এক ঈগল; ঈগলের মাথা, ঘাড়, দু’পা, গলা থেকে লেজের ডগা-- দুগ্ধধবল; যেন কোনো স্বর্গীয় বিহঙ্গদূত! শুধু শুভ্রডানার ভেতরে আর লেজের গোড়ায় অনিষ্টময় রাতের রঙ; অথচ অনুড্ডীন অবস্থায় দেখার জো নেই। সম্মিলিত ডানায় আরো ক’টি শিকারি পাখি অবশ্য ক্ষুদ্রতর আকারে প্রকারে। উপকূলছোঁয়া গাছের ডালে, পাতায়, আসনপাতা সাধারণ পাখিদের ডানায়- ছুঁয়ে যায় শংকিত চঞ্চলতার ঢেউ; চিঁ চিঁ শব্দে ফেটে ওঠে জল ভাসমান মাছের মাথায় নখর বিঁধিয়ে দাঁতাল উল্লাসে ফেটে পড়ে তুখোড় কুড়ল, মনে হয়-- তছনছ ছুঁইছুঁই অনীশ্বর আকাশ! ঘামভেজা সামুদ্রিক বোড়ো খুঁজে ফেরে পাতালবিবর আর সৈকতসন্নিহিত জেলেগণ ছুটে আসে ডাঙায় যেন মহা বিপদসংকেতের শ্বাসছোঁয়া ধাওয়া! কজন সৌখিন সমুদ্রবিদ চেয়ে আছেন আকাশের পানে; আর সর্দার ঈগলের পক্ষপুট হতে অভিশাপের মতন থেকে থেকে ছড়িয়ে পড়ছে অগ্নিহরফে লেখা লিফলেট-----সমুদ্রে, সমুদ্রসৈকতে।
Comments