top of page

সাদা ঈগল।। আমিনুল ইসলাম


আটলান্টিক হতে প্রশান্ত মহাসাগর আয়োনোস্ফিয়ারে শব্দের সন্ত্রাস ছড়িয়ে আকাশে ওড়ে অতিকায় এক ঈগল; ঈগলের মাথা, ঘাড়, দু’পা, গলা থেকে লেজের ডগা-- দুগ্ধধবল; যেন কোনো স্বর্গীয় বিহঙ্গদূত! শুধু শুভ্রডানার ভেতরে আর লেজের গোড়ায় অনিষ্টময় রাতের রঙ; অথচ অনুড্ডীন অবস্থায় দেখার জো নেই। সম্মিলিত ডানায় আরো ক’টি শিকারি পাখি অবশ্য ক্ষুদ্রতর আকারে প্রকারে। উপকূলছোঁয়া গাছের ডালে, পাতায়, আসনপাতা সাধারণ পাখিদের ডানায়- ছুঁয়ে যায় শংকিত চঞ্চলতার ঢেউ; চিঁ চিঁ শব্দে ফেটে ওঠে জল ভাসমান মাছের মাথায় নখর বিঁধিয়ে দাঁতাল উল্লাসে ফেটে পড়ে তুখোড় কুড়ল, মনে হয়-- তছনছ ছুঁইছুঁই অনীশ্বর আকাশ! ঘামভেজা সামুদ্রিক বোড়ো খুঁজে ফেরে পাতালবিবর আর সৈকতসন্নিহিত জেলেগণ ছুটে আসে ডাঙায় যেন মহা বিপদসংকেতের শ্বাসছোঁয়া ধাওয়া! কজন সৌখিন সমুদ্রবিদ চেয়ে আছেন আকাশের পানে; আর সর্দার ঈগলের পক্ষপুট হতে অভিশাপের মতন থেকে থেকে ছড়িয়ে পড়ছে অগ্নিহরফে লেখা লিফলেট-----সমুদ্রে, সমুদ্রসৈকতে।

Recent Posts

See All
বাংলার রূপ।। নাজমুল হক সিকদার

সবুজের বুকে আজি পিয়াসি হৃদয় শ্যামলীমার টানে হারিয়েছে, কোন সে দিগন্তে ছুঁয়েছে নীলিমা অবুঝ হৃদয় সেথায় ছুটে চলেছে। বাংলার মাটি সবুজের ঘাটি...

 
 
 

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page