সাধনা ।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Jun 5, 2021
- 1 min read
তোমরা যে দেখ বৃষ্টির দিন ডাহুকের ডাক মরাগাছে পল্লব আমি তো দেখি খরতাপ দিনে চাতকের ঝাঁক মরুপথে বিপ্লব। বিশুষ্ক মাটি যে কত পথ চেয়ে বৃষ্টির জল পায় ডাহুক চাতক বারি পায় ওরা কত ত্যাগ সাধনায় শুষ্ক মালঞ্চে ফুল ফোটে তবে তার পশ্চাতে কত আয়োজন আমি তো দেখি সব সৃষ্টির তরে শত সাধনা আর অজস্র ক্রন্দন! কত প্রচেষ্টা আর কত ত্যাগ সাধনায় ফল আসে দুনিয়ায় যারা না বুঝে শুধু প্রতীক্ষায় থাকে লাঞ্ছিত হয় তারাই। --------- বৃষ্টিতে রাস্তায় আটকা। ঢাকা, ৫ জুন ২০২১
Comments