top of page

সোনার গাঁয়ে ফিরতে চাই।। মোঃ জেহাদ উদ্দিন

আজও আমি সকাল বেলা খালি পায়ে চলতে চাই দুর্বা কমল দলতে চাই শিশির ভেজা নাঙা পায়ে সেই অতীতে ফিরতে চাই। আজও আমার মেঠোপথে রাখাল ছেলের গরুর সাথে মেঠোসুরে বাজিয়ে বাঁশি বন বাদাড়ে নাচতে চাই। আজও আমি উদাস সুরে ঘুঘু ডাকা ভর দুপুরে দিগ্বালিকার ঘুঙুর পায়ে সেই সে নাচন দেখতে চাই। আজও আমি বেতের বনে লুকিয়ে থেকে সঙ্গোপনে আইরাকুপির লাল জবা চোখ চোখ মেলে ভাই দেখতে চাই। আজও আমি বিলের ধারে উন্মনা সেই খালের পাড়ে চখাচখির মিলন বাঁশি অন্তলোকে শুনতে পাই। আজও আমি দিবসযামী চাই হতে ভাই আমার আমি যেমন ছিলাম সেই সে বেলায় এই অবেলায় তেমন চাই। আজও আমি কাদা মাটি চলতে গিয়ে দলতে চাই সেই সবুজে মিশতে চাই গাঁয়ের রাখাল হতে চাই নগর জীবন ছেড়ে আবার সোনার গাঁয়ে ফিরতে চাই। আবার আমি তাদের সাথে তাদের মতোই হতে চাই। (ঢাকা, ১৭ জুলাই ২০১৯)

Recent Posts

See All
বাংলার রূপ।। নাজমুল হক সিকদার

সবুজের বুকে আজি পিয়াসি হৃদয় শ্যামলীমার টানে হারিয়েছে, কোন সে দিগন্তে ছুঁয়েছে নীলিমা অবুঝ হৃদয় সেথায় ছুটে চলেছে। বাংলার মাটি সবুজের ঘাটি...

 
 
 

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page