সোনালী দিন।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Jun 26, 2022
- 1 min read

কোথায় হারিয়ে গেল আমার সোনালী দিন
আমি নিঃস্ব হয়ে কাঁদি পথে নিশিদিন।।
ছিলেন নূরনবী, ছিলেন তাঁর আসহাব সব
ছিলেন চার খলিফা, ছিল মোর বিত্ত বৈভব
জীবনে ছিল কোরআনের বাণি, ছিল সত্য দ্বীন।
সব হারিয়ে কাঁদি আমি পথে নিশিদিন।।
নাই শান্তির বাণি, ত্যাগ-তিতিক্ষা কোথায়
দেখি ব্যস্ত সবে কত ধ্বংসাত্মক খেলায়
মরা সভ্যতাকে দিবে কে সঞ্জীবনী সুধা হায়
কাঁদি বসে কেমন করে সব হলো যে বিলীন।।
(ঢাকা, ২৬ জুন ২০২২)
Comments