top of page

সোনালী ব্যাংকের পরিচালক হলেন এ.বি.এম রুহুল আজাদ

Updated: Jun 4, 2021


রাষ্ট্রমালিকানাধীন সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড এ তিন বছরের জন্য পরিচালক হিসেবে নিযুক্ত হলেন সরকারের অতিরিক্ত সচিব এ.বি.এম রুহুল আজাদ। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোঃ জেহাদ উদ্দিন স্বাক্ষরিত এক আদেশে আজ এ নিয়োগ প্রদান করা হয়েছে। পৃথক এক আদেশে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ফজলুল হক-কে সোনালী ব্যাংক লিমিটেড-এর পরিচালক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। উল্লেখ্য জনাব ফজলুল হক প্রায় পাঁচ বছর এ ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নবনিযুক্ত পরিচালক জনাব এ.বি.এম রুহুল আজাদ আর্থিক প্রতিষ্ঠান বিভাগে ২০১৯ সাল থেকে কর্মরত আছেন এবং এ বিভাগের প্রশাসনও সমন্বয়, কেন্দ্রীয় ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, পুঁজিবাজার, লিটিগেশন অনুবিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি কেন্দ্রীয় ব্যাংক অনুবিভাগের প্রধান হিসেবে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ২০২১, ব্যাংকার বহি: সাক্ষ্য আইন, ২০২১, ফাইন্যান্স কোম্পানী আইন ২০২১, পেমেন্ট এন্ড সেটেলমেন্ট সিষ্টেমস আইন ২০২১, অস্থাবর সম্পত্তি জামানত আইন ২০২১, দেউলিয়া বিষয়ক (সংশোধন) আইন, ২০২১, বিনিময়যোগ্য দলিল আইন, ২০২১, জালনোট প্রতিরোধ আইন, ২০২১ ইত্যাদি আইন প্রণয়ন কার্যক্রমের সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত রয়েছেন। দেশে-বিদেশে তাঁর অনেক প্রশিক্ষণ রয়েছে।

উল্লেখ্য, জনাব এ.বি.এম রুহুল আজাদ রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও বিশেষায়িত ব্যাংকসমূহেসরকার কর্তৃক নিযুক্ত পরিচালকগণের জন্য আয়োজিত পরিচালক প্রশিক্ষণ কোর্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের আলোকে ব্যাংকের হিসাব খোলা সংক্রান্ত ফরম সহজীকরণ কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর প্রচেষ্টায় বিশাল আকৃতির দুর্বোধ্য ফরমের পরিবর্তে মাত্র ২ পৃষ্ঠার একটি সহজবোধ্য ফরম চালু হয়েছে। তাঁরমেধা ও অভিজ্ঞতার আলোকে সোনালী ব্যাংক লিঃ এর সার্বিক কর্মকাণ্ডে তিনি প্রত্যাশিতঅবদান রাখতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page