স্বাধীন।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Jun 5, 2022
- 1 min read

হায় রে মানুষ হইলি না তুই পাখির অ মতন
তোর মুক্ত স্বাধীন জীবন রে তুই করলি রে হরণ।।
এই পৃথিবীর পান্থশালায় (ছিলি) স্বাধীন মানুষ তুই
পদে পদে বিকায়ে নিজেকে (তুই) থাকলি স্বাধীন কই
(হায়) মুক্ত স্বাধীন জীবনরে তুই করলি রে অধীন।।
পাখির যেমন স্বাধীন জীবন,তার মুক্ত চলাফেরা
গান গায় সে প্রাণ খুলে ভাই, সে মুক্ত বাঁধনহারা
তার নাই সঞ্চয়, নাই কোনো ভয়- মুক্ত স্বাধীন মন।।
(অগ্রণী ব্যাংক লিমিটেড বোর্ড রুম, ঢাকা। ০৪ জুন ২০২২, রাত দশটা)
Comentários