স্বদেশ আমার।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Sep 7, 2022
- 1 min read

{ছবির লোকেশন: টাঙুয়ার হাওর, তাহিরপুর, সুনামগঞ্জ। পাহাড়সমূহ ভারতের মেঘালয়}
আমি আকুল হয়ে দেখি তাহার কতই রূপের বাহার
স্বদেশ আমার! সে যে জন্মভূমি, নাই তুলনা তাহার।।
তার উদার আকাশ নীল নীল চোখে রচে কত নীলাচল
তার হাওর বাওর নদী নালা হ্রদে করে জল টলমল
দক্ষিণে তার সাগর খুলিয়া দিয়াছে জগত দুয়ার ।।
আমার সাধ মিটে না রূপ দেখে তার আমি মগ্ন হয়ে রই
আমার মায়ের মতো এমন রূপ আর পাব গেলে কই
আমি উন্মাদ হয়ে ভালোবাসি লুটাই কোলে তাহার।।
[০৭.০৯.২০২২]
Commentaires