top of page

সালাত || সৈয়দ আহমেদ তাহমিদ

আজ রাতের অন্ধকার আকাশে

তারকারাজি মুচকি হাসে

তাদের ভাবনায় এক জাতির ইতিহাস

সমগ্র জাহানে তাহাদের একদিন ছিল বসবাস

দিকে দিকে রটেছিল

তাহাদের বিজয়ের গল্প

সে জাতির চোখেতে ছিল

ইনসাফ কায়েমের সংকল্প

আরব্য রজনীর রুপকথার নাই আর কিছু বাকি

তাহাদের উত্তরসূরীরা সালাতকে দিয়েছে ফাকি

বন্ধ হয়ে গেছে তাদের ভাগ্যের সব দ্বার

তাহারা রাখতে পারেনি আমানত খোদার

বাগানের ফুলগুলি ঝরে গেছে

গাছগুলো আছে বাকি

নীড় গুলি পড়ে আছে

উড়ে গেছে সব পাখি

আন্দালুসের বাগানে আযান-ধ্বনি আর বাজবেনা

ভিনদেশে মুসাফির দ্বা'য়ী আর সালাতের পথে ডাকবেনা

সর্বশ্রেষ্ঠ কওমের তীলে তীলে হয়েছে ক্ষয়

তারকারাজি সকল জাতির জীবনের সাক্ষী হয়ে রয়

রাতের তারা মুচকি হাসে আনমনে

দুর্ভাগা সেই জাতি আজ নাই কারো স্মরণে |

Recent Posts

See All
বাংলার রূপ।। নাজমুল হক সিকদার

সবুজের বুকে আজি পিয়াসি হৃদয় শ্যামলীমার টানে হারিয়েছে, কোন সে দিগন্তে ছুঁয়েছে নীলিমা অবুঝ হৃদয় সেথায় ছুটে চলেছে। বাংলার মাটি সবুজের ঘাটি...

 
 
 

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page