সালাত || সৈয়দ আহমেদ তাহমিদ
- সৈয়দ আহমেদ তাহমিদ
- Jun 20, 2021
- 1 min read
আজ রাতের অন্ধকার আকাশে
তারকারাজি মুচকি হাসে
তাদের ভাবনায় এক জাতির ইতিহাস
সমগ্র জাহানে তাহাদের একদিন ছিল বসবাস
দিকে দিকে রটেছিল
তাহাদের বিজয়ের গল্প
সে জাতির চোখেতে ছিল
ইনসাফ কায়েমের সংকল্প
আরব্য রজনীর রুপকথার নাই আর কিছু বাকি
তাহাদের উত্তরসূরীরা সালাতকে দিয়েছে ফাকি
বন্ধ হয়ে গেছে তাদের ভাগ্যের সব দ্বার
তাহারা রাখতে পারেনি আমানত খোদার
বাগানের ফুলগুলি ঝরে গেছে
গাছগুলো আছে বাকি
নীড় গুলি পড়ে আছে
উড়ে গেছে সব পাখি
আন্দালুসের বাগানে আযান-ধ্বনি আর বাজবেনা
ভিনদেশে মুসাফির দ্বা'য়ী আর সালাতের পথে ডাকবেনা
সর্বশ্রেষ্ঠ কওমের তীলে তীলে হয়েছে ক্ষয়
তারকারাজি সকল জাতির জীবনের সাক্ষী হয়ে রয়
রাতের তারা মুচকি হাসে আনমনে
দুর্ভাগা সেই জাতি আজ নাই কারো স্মরণে |
Comments