সওয়ারী || সৈয়দ আহমেদ তাহমিদ
- সৈয়দ আহমেদ তাহমিদ
- Apr 23, 2021
- 1 min read
সওয়ারী ||
সৈয়দ আহমেদ তাহমিদ||
বন্ধু তুমি কি দেখিতে পাও
দূর সীমানায় কুচকাওয়াজ
তুমি কি শুনতে পাও , অশ্বখুরের আওয়াজ
বন্ধু দেখ, অশ্বারোহীর রৌদ্র ঝিলিকরত মাথার তাজ
বন্ধু, তুমি কি জানো
কোথায় তাহাদের যাত্রা অবিরাম
সওয়ারীর মস্তকে শোভা পায় ঝলমলে শিরস্ত্রাণ
বন্ধু , তুমি কি শুধাবে
তাহাদের যাত্রার অন্ত কোথায় হবে
সে কি ঐ দূর পাহাড়ের দেশে পাখিদের কলরবে
নাকি তাহারা ছুটিছে দিশেহারা
প্রেম, ধন , দৌলত নাকি শৌর্য কোথায় হৃদয়ের তাড়া
বন্ধু তুমি কি দেখতে পাও তাদের দুর্গতি
হয়তবা আমিই সেই পথহারা প্রেমিক সওয়ারীর দলপতি
Comments