সরাইল তথা বাংলাদেশের গর্ব দেওয়ান মাহবুব আলীর (কুতুব মিয়া) আজ ৫০তম মৃত্যুবাষিকী।। আহমেদ হোসেন
- আহমেদ হোসেন
- Jun 4, 2021
- 1 min read

সরাইলের একজন মহান ও মহৎ মানুষ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক দেওয়ান মাহবুব আলী ( কুতুব মিয়া)। তিনি একজন দেওয়ান পরিবারের লোক হয়েও শোষিত মানুষের পক্ষে আজীবন লড়াই সংগ্রাম করে গেছেন।তিনি হাইকোর্টের একজন স্বনামধন্য উকিল ছিলেন।তিনি ন্যাপ (মোজাফফর) এর সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে হাঙ্গেরির রাজধানী বোদাপেস্টে বিশ্ব শান্তি সন্মেলনে সমাজতান্ত্রিক দেশগুলির উদ্দেশ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন আদায়ে বক্তব্য রাখেন।সেই সন্মেলন থেকে আসার পথে ভারতের রাজধানী দিল্লীতে হার্ট এট্যাক করে মৃত্যুবরণ করলে সেখানেই তাকে সমাহিত করা হয়। আমরা সরাইলের মানুষ কতইনা বিস্মৃতিপরায়ণ, নইলে দেওয়ান মাহবুব আলীর মতো একজন জাতীয় নেতা, সাধারণ মেহনতি মানুষের পরম বন্ধুকে কিভাবে ভূলে যেতে পারি। সরাইলের যারা ইতিহাস,ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে কাজ করেন তাদের কাছে বিশেষভাবে অনুরুধ থাকবে যাতে করে দেওয়ান মাহবুব আলী যিনি সরাইলবাসীর গর্ব তাকে যেন স্বরণ করার যাবতীয় কার্যক্রম গ্রহণ করতে আন্তরিকভাবে উদ্দোগ গ্রহণ করা হয়।একটি কথা আমরা মনে রাখবো যে, একজন মহৎ মানুষকে তার যথাযোগ্য মর্যাদা দিলে আমরা নিজেরাই সন্মানিত হবো। আর, যেখানে গুণির কদর নেই সেখানে গুণী জন্মাতে পারে না।এখানে উল্লেখ্য যে, সরাইলবাসী দেওয়ান মাহবুব আলীর স্মৃতিকে ধরে রাখতে সরাইল মেইন রোডে " দেওয়ান মাহবুব আলী (কুতুব মিয়া) তোরণ নির্মাণ করে তাকে স্বরণীয় করে রেখেছে।এই তোরণই তার স্মৃতি রক্ষায় যথেষ্ট নয় বলে বিজ্ঞজনেরা মনে করে।তাই তার প্রতি যথার্থ সন্মান প্রদর্শন করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সরাইলবাসীর কর্তব্য বলে সকলেই মনে করে।আর এ কাজটি শুধু একা সরাইলবাসীর উপরই নিররভর করে না রাষ্ট্রের উপরও তার দায়িত্ব বর্তায়। আজ ৪ জুন ২০২১ তাঁর ৫০তম মুত্যুবার্ষিকী। আজকের এই দিনে এই মহান,মহৎ মানবতাবাদী মানুষটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। লাল সালাম কমরেড।
Comments