হুকুমবর্দার।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Oct 19, 2022
- 1 min read

ছবি: সাদেক হোসেন, আয়কর আইনজীবী
প্রভু! তোমার রাজত্বে আমি প্রতিনিধি হই তোমার
তোমার হুকুম মাথায় লয়ে জীবন আমার করি পার
প্রভু! তুমি হুকুমদাতা আমি তোমার হুকুমবর্দার।।
এই দুনিয়া জাহানজুড়ে যত আছে সৃষ্টি তোমার
তুমি ভালোবেসে সৃষ্টি করে পেতেছ মায়ার সংসার
আর আমায় দিয়াছ প্রভু এই সংসার দেখার ভার!
শক্তি দাও হে প্রভু যেন তোমার পতাকা রাখি উড্ডীন
জানি করবে বিচার তুমি যখন আসবে ইয়াউমুদ্দীন
সেদিন দীন ভিখারি কাঙাল হয়ে চাইব দয়া তোমার।।
[ঢাকা, হাঁটার পথে। ১৯ অক্টোবর ২০২২]
Comments