top of page

হেজাজ ‌রেলওয়ে।। মোঃ জেহাদ উদ্দিন


আজ ১৯০৮ সালের ৩০ আগস্ট। মুসলিম জাহানের খলিফা দ্বিতীয় আব্দুল হামিদ হান আজ হেজাজ রেলওয়ের উদ্বোধন করেন। ১৯০০ সালে আরম্ভ করে আজকের এইদিনে কাজ শেষ করেন। তিনি গোটা মুসলিম দুনিয়াকে মক্কা-মদীনার সাথে রেলপথে সংযুক্ত করতে চেয়েছিলেন যেন খুব সহজেই মুসলমানগণ পবিত্র হজ্জ ও উমরাহ করতে পারেন। দামেস্ক থেকে পবিত্র মদীনার সংযোগ স্থাপিত হয়েছিল। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর খেলাফতের পতন ঘটে এবং ১৯২০ সালে এ প্রকল্প বাতিল হয়ে যায়। এ প্রকল্প সম্পর্কে বলা হয়:


"Abdul Hamid II was adamant that the railway stand as a symbol for Muslim power and solidarity: this rail line would make the religious pilgrimage easier not only for Ottomans, but all Muslims. As a result, no foreign investment in the project was to be accepted."



ঐতিহাসিক এই দিনটির স্মরণে আজকের কবিতা:


হেজাজ হেজাজ হেজাজ

তুমি কেমন আছো আজ?

প্রথম বিশ্বযুদ্ধের ছলে-

মাথার উপর তোমার আহা

পড়েছিল বাজ

হেজাজ হেজাজ হেজাজ!!


মনে পড়ে কি?

আজকের এ দিন তোমার?

দিনটি ছিল ত্রিশ আগস্ট ঊনিশ শত আট

সেদিন হেজাজজুড়ে বসেছিল আনন্দেরই হাট।


সেদিন উলু হাঁকান, আমিরুল মোমেনিন,

খলিফা-এ-জাহান

দ্বিতীয় সুলতান আব্দুল হামিদ হান-


নূতন স্বপন নিয়ে তিনি এসেছিলেন হেজাজ

দুয়ার তিনি খোলেছিলেন হিজাজ রেলওয়ের

নূতন স্বপন বুনেন তিনি গোটা মুসলিমের।


হেজাজ হেজাজ হেজাজ

তোমার মনে পড়ে আজ?

তোমার সাথে যুক্ত করতে মুসলিম জাহানের

চালু তিনি করেছিলেন হেজাজ রেলওয়ের!


বলেছিলেন তিনি, সুলতান আব্দুল হামিদ হান,

খলিফা-এ-জাহান, যিনি খাদেমুল হারামাইন শারীফাইন,

'নূতন করে ঐক্য শান-শৌকতে ফিরবে মুসলমান!'


আজকে তোমায় স্মরি হে সর্দারুল হাকান

খলিফা-এ-জাহান ওগো আব্দুল হামিদ হান।


[ঢাকা, ৩০ আগস্ট ২০২২

Recent Posts

See All
বাংলার রূপ।। নাজমুল হক সিকদার

সবুজের বুকে আজি পিয়াসি হৃদয় শ্যামলীমার টানে হারিয়েছে, কোন সে দিগন্তে ছুঁয়েছে নীলিমা অবুঝ হৃদয় সেথায় ছুটে চলেছে। বাংলার মাটি সবুজের ঘাটি...

 
 
 

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page