top of page

হাজী শরীয়তুল্লাহ (রহ)।। মোঃ জেহাদ উদ্দিন


নামের প্রতি তিনি করেছেন সুবিচার-সুবহানাল্লাহ

সবার সুহৃদ তিনি নাম তাঁর হাজী শরীয়তুল্লাহ।।


শরীয়তুল্লাহ অর্থ আল্লাহর শরীয়ত বা তাঁর বিধান

আর সে বিধানমতে যারা চলে তারাই মুসলমান ।


কিন্তু দারুল হরবে জন্ম যার তার কি হবে উপায়

শরীয়ত বাঁচাতে তখন কষ্টের কোনো সীমা নাই।


শরীয়তুল্লাহ শরীয়ত বাঁচাতে করেন দৃপ্ত পণ

দারুল ইসলাম কায়েমের তরে মনে আঁটে রণ।


কাজটি যে মোটেই সহজ নয় তা বুঝতে পারেন তিনি

নিজেকে গোছাতে ব্যস্ত তিনি তাই ভুলে যান দানাপানি।


কোরআন হাদিস ইজমা কিয়াসে করেন অবগাহন

সহীহ-শুদ্ধ শরীয়ত তিনি করে যান নিতি পালন।


বাস্তবরূপ দেখতে শরীয়ত যান তিনি মক্কা ও মদীনায়

ঊনিশ বছর কাটিয়ে সেখানে ফিরেন ফের বাংলায়।


মানুষেরে তিনি আহ্বান জানান রুখে দিতে সব অন্যায়

ঘোষিলেন তিনি অত্যাচারীর ঠাঁয় নাই এই বাংলায়।


মুসলমানদের বলেন তিনি শরীয়ত কর হে ঠিক

তোমাদের দেখে অমুসলিমও দেয় যে কেবল ধিক।


সর্বপ্রথম কর হে পালন সকল ফরজ বিধান

কুসংস্কার সব এড়িয়ে চল যদি হও মুসলমান।


কবর পুজা, ব্যক্তি পুজা ব্রিটিশ পুজা সব

ছেড়ে দাও সবে, মানতে হবে আল্লাহ একক রব।


মানুষেরে পুজা করবে মানুষ এ যে বড় অন্যায়

ঘোষিলেন তিনি এইবার জুলুমের অবসান চাই।


তাঁর ছায়াতলে সমবেত হলো মজলুম ছিল যত

আপন আপন মুক্তির লাগি সকলেই নিল ব্রত।


শুদ্ধ মানুষ শুদ্ধ মুসলিম পেতে তাঁর সংগ্রাম

পথ দেখাবে সকলেরে তাই তাঁরেই এ সালাম।


[ঢাকা, ১৩ আগস্ট ২০২২]

Recent Posts

See All
বাংলার রূপ।। নাজমুল হক সিকদার

সবুজের বুকে আজি পিয়াসি হৃদয় শ্যামলীমার টানে হারিয়েছে, কোন সে দিগন্তে ছুঁয়েছে নীলিমা অবুঝ হৃদয় সেথায় ছুটে চলেছে। বাংলার মাটি সবুজের ঘাটি...

 
 
 

Comentários


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page