top of page

হে বালিকা।। ইসরাত জাহান সান্ত্বনা

Updated: May 11, 2021



হে বালিকা তুমি কি জানতে না

বালিকা বেলার আলো কত সুন্দর!!!

তুমি কি জানতে না

তোমার চোখে সমস্ত পৃথিবীকে তাচ্ছিল্য করার শক্তি।

তুমি সদ্য আলোফোটা ভোর;

তুমি ছুঁয়ে দিলে প্রজাপতি দিন আসে।


তোমার তো একটা নদী ছিল;

নদীর নামও দিয়েছিলে সঙ্গোপনে;

তবুও কেন ভুল করে অথৈ জলে নীলকন্ঠ হলে??

তুমি কি জানতে না

তুমি শক্তিমত্তায় অজেয় একজন নারী হয়ে উঠবে?

তুমি কি জানতে না

একজন বালিকাকে মানুষ হতে বলিষ্ঠ হতে হয়।

তুমি ধর্ষিতা নয় ; অপমৃত্যুর বলি নয়;

তুমি তো নিজেই একটা অনবদ্য কবিতা হতে পারতে।

তোমার কাজল কালো চোখ ক্ষয়িষ্ণু শীতল পাথর নয়;

পৃথিবীর তাবৎ সুন্দর নিয়ে

মস্ত থালার মতো চাঁদ হয়ে উঠতো।

অনাবিল ছোট্ট পৃথিবীর সংগ্ৰামী অহংকারে

তুমি একদিন আকাশ ছুঁতে।


ভ্রষ্ট নেকড়ের দল হায়েনার মতো

খুবলে খাবে জমি;

পুঁতি গন্ধ ময় লাশ;

পিশাচেরা তো বালিকা নয় মাংসপিণ্ড চায়।

নখের থাবায় ওদের রক্ত।


হয়তো তোমার জানাও হয়নি

বিশুদ্ধ স্বপ্নরা আকাশের চেয়েও বড়।


জীবন চেনার আগেই তুমি

জৌলুসময় লালসার চোরাবালিতে ডুবে গেছো।

তোমার বিশুদ্ধ জ্যোৎস্না খুবলে খেয়েছে নেকড়ে।

বালিকা তুমি ভুলে চলে গেছো ভ্রষ্টদের দখলে।

পূর্ণ চন্দ্রগ্ৰাসে দিকভ্রান্ত বালিকা;

রক্ষিতা বা পতিতার পুঃলিঙ্গ জানো?

এই সমাজে কিছু শব্দের পুঃলিঙ্গ হয়নি।

তেমনি এ সমাজে তোমার 'হত্যা 'বা 'আত্মহত্যা'র

গল্পটাও মুছে যাবে কোন একদিন।

তুমি রেখে যাবে অবক্ষয়ের ইতিহাস;

অস্পৃশ্য ও ক্ষয়িষ্ণু দলিত জীবন;

অথচ তুমি নতুন পৃথিবীর জন্ম দিতে পারতে।

খুবই সাধারণ জীবনে একটা ময়ুরকন্ঠী জামদানি

খোঁপায় গোঁজা বেলি ফুলের মালায়

অনন্ত ভালবাসার ডুব-সাঁতারে

একটা জীবন কেটে যায় অনায়াসে

কেউ বলেনি তোমায়???

ভীষণ কষ্ট হয় যখন ভাবি

বালিকা বেলার চোখ ভরে কাজল টানার সুখ ;

মায়ের কড়কড়ে নতুন শাড়ি পড়ে

আয়নায় নিজের বিমুগ্ধ প্রতিবিম্ব যখন ;

পৃথিবীর সব রঙ চিনিয়ে বলে

"হে বালিকা তুমি মায়াবতী;

তুমি অদ্ভুত চপলা মেঘের রেশম আলো;

তুমি স্বপ্নদ্রষ্টা মানুষ হও।"


নিজের প্রতিবিম্বকে ডুব- সাঁতারে

কখনো চিনতে চাওনি বালিকা!


পথ হারানো বালিকারা বিরাণ অরণ্যে হারিয়ে যায়।

দানবের মুখ কিছুদিন ঝাপসা থেকে;

আবার ফিরে আসে মনুষ্য সভ্যতায় ।

দারুন তীব্র উল্লাসে- শিকারীর রক্তচক্ষুতে

আবার জমিন খুঁজে ;লাঙ্গল চালায় পৈশাচিকতায়।

বালিকাবেলার অপমৃত্যু সবাই ভুলে যায়;

বালিকার ভুলের মতই।


কবি পরিচিতি: এডভোকেট, বাংলাদেশ সুপ্রীমকোর্ট।

Recent Posts

See All
বাংলার রূপ।। নাজমুল হক সিকদার

সবুজের বুকে আজি পিয়াসি হৃদয় শ্যামলীমার টানে হারিয়েছে, কোন সে দিগন্তে ছুঁয়েছে নীলিমা অবুঝ হৃদয় সেথায় ছুটে চলেছে। বাংলার মাটি সবুজের ঘাটি...

 
 
 

Comentarios


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page